Gayatri mantras of various Gods and Goddesses: গায়ত্রী মন্ত্র

Gayatri_mantras

যে কোনো মহাবিদ্যার সাধনা তখনই পূর্ণ হয় যখন সেই দেবীর গায়ত্রী মন্ত্র (Gayatri mantras) জপ করা হয়। এতে মহাশক্তির বাস্তবিক স্বরূপের দিকদর্শন হয়। সমস্ত দেব দেবীর গায়ত্রী মন্ত্র দ্বারা করা যায়। তারফলে শীঘ্রই সিদ্ধিলাভ করা যায় এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। নিম্নে সমস্ত গায়ত্রী মন্ত্রগুলো (Gayatri mantras) উল্লেখ করা হয়েছে।

Gayatri mantras

Gayatri mantras: গায়েত্রী মন্ত্র পাঠের ফল

সমস্ত দেব দেবীর আরাধনার  মাধ্যমে বিশ্বব্রহ্মান্ডের কল্যাণ রক্ষা হবে এবং এই সব দেব দেবীরা পূজিত হবে। জগৎ সংসারে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ের উক্ত দেব এবং দেবীর পূজা, গায়ত্রী মন্ত্র (Gayatri mantras) পাঠের মাধ্যমে মনের আশা, জীবনের সাফল্য উন্নতি বৃদ্ধি পাবে।

গায়ত্রী মন্ত্রগুলো (Gayatri mantras)

Table of Contents

1) চামুণ্ডা গায়ত্রী মন্ত্রঃ-

চামুণ্ডা গায়ত্রী

ওঁ ঘোররাবায়ৈ বিদ্মহে মুণ্ডমালিন্যৈ ধীমহি তন্নো চামুণ্ডাঃ প্রচোদয়াৎ।

2) শরভ গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ পক্ষীরাজায় বিদ্মহে শরভেশ্বরায় ধীমহিঃ তন্নো শবভঃ প্রচোদয়াৎ।

3) শান্তা গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ ভূতাধিপায় বিদ্মহে মহাদেবায় ধীমহিঃ তন্নঃ শান্তাঃ প্রচোদয়াৎ।

4) সরস্বতী গায়ত্রী মন্ত্রঃ-

সরস্বতী গায়ত্রী

ওঁ সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্র্যৈ ধীমহিঃ তন্নো দেবী প্রচোদয়াৎ।

5) রাধা গায়ত্রী মন্ত্রঃ-

রাধা গায়ত্রী

ওঁ বৃষভানুজায়ৈ বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায়ৈ ধীমহিঃ তন্নো রাধাঃ প্রচোদয়াৎ।

6) গৌরী গায়ত্রী মন্ত্রঃ-

গৌরী গায়ত্রী

ওঁ সুভগায়ৈ বিদ্মহে কামমালায়ৈ ধীমহিঃ তন্নো গৌরীঃ প্রচোদয়াৎ।

7) যন্মুখ গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাসেনায়ৈ ধীমহিঃ তন্নঃ ষন্মুখঃ প্রচোদয়াৎ।

8) নন্দী গায়ত্রী মন্ত্রঃ-

নন্দী গায়ত্রী

ওঁ তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহিঃ তন্নো নন্দীঃ প্রচোদয়াৎ।

9) সীতা গায়ত্রী মন্ত্রঃ-

সীতা গায়ত্রী

ওঁ জনকজায়ৈ বিদ্মহে রামপ্রিয়ায়ৈ ধীমহিঃ তন্নঃ সীতাঃ প্রচোদয়াৎ।

10) শক্তি গায়ত্রী মন্ত্রঃ-

শক্তি গায়ত্রী

ওঁ সর্বসম্মোহিন্যৈ বিদ্মহে বিশ্বজনন্যৈ ধীমহিঃ তন্নঃ শক্তিঃ প্রচোদয়াৎ।

11) গরুড় গায়ত্রী মন্ত্রঃ-

গরুড় গায়ত্রী

ওঁ গরুড়ায় বিদ্মহে সুপর্ণায় ধীমহিঃ তন্নো গরুড়ঃ প্রচোদয়াৎ।

12) হনুমান গায়ত্রী মন্ত্রঃ-

হনুমান গায়ত্রী

ওঁ অঞ্জনীজায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহিঃ তন্নঃ হনুমানঃ প্রচোদয়াৎ।

13) পরশুরাম গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ জামদগ্নায় বিদ্মহে মহাবীরায় ধীমহিঃ তন্নঃ পরশুরামঃ প্রচোদয়াৎ।

14) অগ্নি গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ মহাজ্বালায় বিদ্মহে অগ্নিমল্লায় ধীমহিঃ তন্নো অগ্নিঃ প্রচোদয়াৎ।

15) গুরু গায়ত্রী মন্ত্রঃ-

গুরু_গায়ত্রী

ওঁ গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্মায় ধীমহিঃ তন্নো গুরুঃ প্রচোদয়াৎ।

16) ইন্দ্র গায়ত্রী মন্ত্রঃ-

ইন্দ্র গায়ত্রী

ওঁ সহস্রনেত্রায় বিদ্মহে বজ্রহস্তায় ধীমহিঃ তন্নো ইন্দ্রঃ প্রচোদয়াৎ।

17) আকাশ গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ আকাশায় বিদ্মহে নভোদেবায় ধীমহিঃ তন্নো গগনঃ প্রচোদয়াৎ।

18) পৃথিবী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ পৃথ্বী দেব্যৈ বিদ্মহে সহস্রমূর্ত্যে ধীমহিঃ তন্নো মহী প্রচোদয়াৎ।

19) বায়ু গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ পবন পুত্রায় বিদ্মহে সহস্রমূর্ত্যে ধীমহিঃ তন্নো বায়ু প্রচোদয়াৎ।

20) সুদর্শন গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ সুদর্শনায় বিদ্মহে মহাজ্বালায় ধীমহিঃ তন্নঃ চক্রঃ প্রচোদয়াৎ।

21) রুদ্রাজ্ঞী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ রুদ্রচণ্ডিকায়ৈ বিদ্মহে পূর্ণফল দায়িন্যৈ তন্নো দেবী প্রচোদয়াৎ।

22) তুলসী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ শ্রীত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীমহিঃ তন্নঃ তুলসী প্রচোদয়াৎ।

23) দূর্গা গায়ত্রী মন্ত্রঃ-

দূর্গা গায়ত্রী

ওঁ হ্রীং দুং দুর্গায়ৈ বিদ্মহে অষ্টাকক্ষরায়ৈ ধীমহিঃ তন্নঃ চণ্ডী প্রচোদয়াৎ।

24) চণ্ডিকা গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ মহামায়ৈ বিদ্মহে চণ্ডিকায়ৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ।

25) শিব গায়ত্রী মন্ত্রঃ-

শিব গায়ত্রী

ওঁ মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয়ে ধীমহিঃ তন্নঃ শিব প্রচোদয়াৎ।

26) ব্রহ্মা গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ বেদাত্মনে বিস্ময়ে হিরণ্যগর্ভায় ধীমহিঃ তন্নো ব্রহ্মা প্রচোদয়াৎ।

27) বিষ্ণু গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ ত্রৈলোক্যমোহনায় বিদ্মহে কামসেবায় ধীমহিঃ তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।

28) নারায়ণ গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহিঃ তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।

29) রুদ্র গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহিঃ তন্নো রুদ্রঃ প্রচোদয়া।

30) নৃসিংহ গায়ত্রী মন্ত্রঃ-

নৃসিংহ গায়ত্রী

ওঁ বজ্রনখায় বিদ্মহে তীক্ষ্ণ দংষ্ট্রায় ধীমহিঃ তন্নো নরসিংহঃ প্রচোদয়াৎ।

31) হয়গ্রীব গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ বাগীশ্বরায় বিদ্মহে হ্যগ্রীবায় ধীমহিঃ তন্নো হংসঃ প্রচোদয়াৎ।

32) গোপাল গায়ত্রী মন্ত্রঃ-

গোপাল গায়ত্রী

ওঁ কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহিঃ তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।

33) রাম গায়ত্রী মন্ত্রঃ-

রাম গায়ত্রী

ওঁ দশরথায় বিদ্মহে সীতাবল্লভায় ধীমহিঃ তন্নো রামঃ প্রচোদয়াৎ।

34) গণেশ গায়ত্রী মন্ত্রঃ-

গণেশ গায়ত্রী

ওঁ তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহিঃ তন্নো দন্তী প্রচোদয়াৎ।

35) দক্ষিণামূর্তি গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ দক্ষিণামূর্তয়ে বিদ্মহে ধ্যানস্থায় ধীমহি তন্নো ধীশঃ প্রচোদয়াৎ।

36) সূর্য গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ আদিত্যায় বিদ্মহে মার্তণ্ডায় ধীমহিঃ তন্ন সূর্য প্রচোদয়াৎ।

37) কামদেব গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহিঃ তন্নো অনঙ্গ প্রচোদয়াৎ।

38) কালী গায়ত্রী মন্ত্রঃ-

কালী গায়ত্রী
Belur Math Kali Puja

ওঁ কালিকায়ৈ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ।

39) তারা গায়ত্রী মন্ত্রঃ-

তারা গায়ত্রী
Tarapith Mandir

ওঁ তারায়ৈ বিদ্মহে মহোগ্রায়ৈ ধীমহিঃ তন্নো দেবী প্রচোদয়াৎ।

40) ত্রিপুরসুন্দরী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ ঐং ত্রিপুরা দেব্যৈ বিদ্মহে ক্লীং কামেশ্বর্য্যে ধীমহিঃ তন্নঃ ক্লিন্যে প্রচোদয়াৎ।

41) ভুবনেশ্বরী গায়ত্রী মন্ত্রঃ-

ভুবনেশ্বরী গায়ত্রী
Saradapitha Ramkrishna Mission

ওঁ নারায়ণ্যৈ বিদ্মহে ভুবনেশ্বর্য্যে ধীমহিঃ তন্নো দেবী প্রচোদয়াৎ।

42) ভৈরবী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ ত্রিপুরায়ৈ বিদ্মহে মহাভৈরব্যৈ ধীমহিঃ তন্নো দেবী প্রচোদয়াৎ।

43) ছিন্নমস্তা গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ বৈরোচন্যৈ বিদ্মহে ছিন্নমস্তায়ৈ ধীমহিঃ তন্নো দেবী প্রচোদয়াৎ।

44) ধূমাবতী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ ধূমাবত্যৈ বিদ্মহে সংহারিণ্যৈ ধীমহিঃ তন্নো ধূমা প্রচোদয়াৎ।

45) বগলামুখী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ হ্রীং ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্তম্ভনবাণস্য ধীমহিঃ তন্নো বগলা প্রচোদয়াৎ।

46) মাতঙ্গী গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ মাতঙ্গিণ্যৈ বিদ্মহে উচ্ছিষ্ট চাণ্ডালিন্যৈ ধীমহিঃ তন্নো বগলা প্রচোদয়াৎ।

47) কমলা গায়ত্রী মন্ত্রঃ-

ওঁ মহাদেব্যৈ বিদ্মহে বিষ্ণুপতৈ্যু ধীমহিঃ তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ।

48) জগন্নাথ গায়ত্রী মন্ত্র মন্ত্রঃ-

সমাপ্ত