Ganesh Chaturthi puja at home: সরল উপায়ে গনেশ চতুর্থী পূজা করুন ঘরে

Ganesh Chaturthi puja at home

সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক বেশি। যেকোনো পূজা শুরু করার পূর্বে গণেশের পূজা (Ganesh Chaturthi puja at home) করা হয়। তাছাড়া অনেকে অনেক রকমের গনেশ মূর্তি ঘরে রাখেন সৌভাগ্য, শান্তি ও উন্নতিকে আকর্ষণ করার জন্য। 

শিব ও পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। ভাদ্র এবং আশ্বিন মাসে চতুর্থীর শুক্লপক্ষে এই গণেশ চতুর্থী উৎসব পালিত হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত বিশ্বাস করা হয়, যে নিষ্ঠা করে সিদ্ধিদাতার পুজো (Ganesh Chaturthi puja at home) করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে, ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি ও সমস্ত রকম বাধা দূর হয়।

ganesh abhisek

Table of Contents

Ganesh Chaturthi puja at home: পূজা পক্রিয়া

  • ঘট, আম পল্লভ, সিস্ ডাব, শাঁখা-পোলা, আলতা, সিঁদুর,  দুটো পৈতে, লাল ফুল, দূর্বা, মৌলি সুতো, গোলাপ জল গামছা, চাঁদমালা।
  • গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল।
  • পাঁচ রকম অথবা সাত রকম অথবা এগারো রকমের গোটা ফল, একুশটি মোদক, অথবা লাড্ডু।

Ganesh Chaturthi puja at home: আসন প্রতিষ্ঠা

পুজোর দিন (Ganesh Chaturthi puja at home) হলুদ রঙের আসন পেতে আসনের প্রতিষ্ঠিত ভগবান গণেশকে বসান। সবুজ,  লাল এবং হলুদ রং সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয়। ঘরের মেঝেতে একটা আল্পনা এঁকে নিন। আর যদি প্রতিষ্ঠিত গনেশ না থাকে তাহলে কাঠের জলচৌকির উপরে হলুদ রঙের আসন পেতে তার উপর গঙ্গাজল ছিটিয়ে কিছু ফলের পাঁপড়ি ছিটিয়ে সিদ্ধিদাতা গণেশকে স্থাপন করুন।

লাল সিন্দুরের ফোঁটা সহযোগে তিনটি পান পাতা নিয়ে তার উপর একটু আতপ চাল, দুর্বা, ফুল, শুকনো হলুদের আটি এবং এক টাকার কয়েন রাখতে হবে। তিনটি পান পাতার মধ্যে দুটি পান পাতা ( ভগবান গনেশের দুজন স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির উদেশ্যে ) গনেশ ঠাকুরের দুইদিকে রাখতে হবে। এই দুইদিকের পানপাতার উপর দুটি লাল সিন্দুরের ফোঁটা দিয়ে সুপোরী রাখতে হবে। আর একটি পান পাতা গনেশ ঠাকুরের সামনে রাখতে হবে।

Ganesh Chaturthi puja at home: স্নানাভিষেক পর্ব

পুজো (Ganesh Chaturthi puja at home) শুরু করার আগে গঙ্গাজল হাতে নিয়ে  আচমন  করে নিতে হবে। আচমন করে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি মন্ত্র পাঠে পূজার জল ও পুষ্প শুধু করে নিতে হবে।

যে কোনো বিশেষ পুজোয় একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবার সিদ্ধিদাতা গণেশের স্নানাভিষেক শুরু করতে হবে। বিশেষ পূজায় লাল চন্দন সহযোগে পঞ্চ দ্রব্য দিয়ে পঞ্চামৃত তৈরী করে  স্নানাভিষেক করানো হয়। 

 ভগবান গণেশকে আসন থেকে নামিয়ে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করতে হবে। স্নানাভিষেকের সময় ওঁম গণেশায় নমঃ মন্ত্র উচ্চারণ করে ক্রিয়া সম্পন্ন করতে হবে। 

গণেশের ধ্যান

একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দিতে হবে ভগবান গণেশকে। তারপর আসনে প্রতিস্থাপন করতে হবে। স্নান করানোর পর এই স্নানের জলটা চরণামৃত হিসেবে নেওয়া যেতে পারে। ভগবান গণেশকে ফুল, ফুলের মালা দিয়ে সাজিয়ে দিতে হবে।

Ganesh Chaturthi puja at home: ঘট স্থাপন পর্ব

ঘট প্রতিষ্ঠা করার জন্য গঙ্গা মাটি আর জল মিশিয়ে একটা চ্যাপ্টা গোলা বানিয়ে মেঝেতে রেখে তার উপর সিন্দুরের ফোঁটা, পঞ্চশস্য, দুর্বা এবং সামান্য একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে হবে। এবার ঘটে উপর সিঁদুর দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে। 

ঘট স্থাপনের পক্রিয়া বিশদে উল্লেখ করা হয়েছে বিপদতারিনী পূজার পেইজে। ঘটে ছাদন হিসাবে ছোট লাল গামছা ঘটের উপরে দিয়ে দিতে হবে। ঘটে একটি পৈতে, চাঁদ মালা দিতে হবে। তারপর ঘটে লাল চন্দনের ফোঁটা দিতে হবে। এবার উলু ধ্বনি দিতে দিতে মঙ্গলঘট ভগবান গণেশের সামনে স্থাপন করতে হবে। ঘটে নতুন চাঁদ মালা দিতে হয়।

এতে গন্ধ পুষ্পে ওঁম গণেশায় নমঃ মন্ত্রে হাতে লাল চন্দন সহযোগে দূর্বা, লাল ফুল নিয়ে সিঁধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে নিবেদন করতে হবে। ওঁম গং গণেশায় নমঃ মন্ত্রে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ভগবান গনেশের চরণে নিবেদন করতে হবে। 

ঘট স্থাপন পর্ব

Ganesh Chaturthi puja at home: সিঙ্গার ও পুষ্প নিবেদন

সিঁদুর দিয়ে সিদ্ধিদাতা ভগবান গনেশের কপালে ফোঁটা দিতে হবে। একইভাবে রিদ্ধ সিদ্ধকে সিঁদুরের ফোঁটা দিতে হবে। সামান্য আতপ চাল ঠাকুরের কপালে দিতে হবে একই ভাবে ঋদ্ধি সিদ্দিকেও একটু আতপ চাল অর্পণ করতে হবে। বস্ত্রস্বরূপ এই মৌল সুতো আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে হবে। মৌল সুতো যেকোনো দশকরমার দোকানে সহজে পাওয়া যাবে। রিদ্ধি সিদ্ধিকেও পুষ্প নিবেদন করতে হবে।

সাতটা করে দুর্বা নিয়ে তিনটি করে গুচ্ছগুলো তৈরি করে নিতে হবে। মৌল সুতো দিয়ে গুচ্ছগুলো বেঁধে নিতে হবে। লাল চন্দন সহযোগে এই দুর্বা গুচ্ছগুলো এতে গন্ধে পুষ্পে গণেশায় নমঃ নমঃমন্ত্রে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে হবে। একটি গুচ্ছ গণেশের ডান দিকে অন্যটি  বাম দিকে আরেকটি গণেশের চরণে বা মাথায় দেওয়া যেতে পারে। গণেশ চতুর্থীর দিনে একুশটি দুর্বা সিদ্ধি দেবতা গণেশকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। ওঁ গং গণেশায় নমঃ মন্ত্রে একটি  পৈতে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে হবে।

Ganesh Chaturthi puja at home: পুষ্পাঞ্জলি করা

এবার হাত জোর করে গনেশ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করতে হবে।

গণেশের প্রণাম মন্ত্র:-

একদম লম্বর বিঘ্নবিনাশ দেবমং প্রণাম ওম সর্ব

বিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হে তবে পার্বতী প্রিয়

পুত্রায় গণেশায় নমঃ নমঃ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ।

গণেশ জয় গণেশ জয় গণেশ।

গণেশ জয় গণেশ জয় গণেশ।

প্রণাম মন্ত্র পাঠ শেষ করে ধ্যান মন্ত্র উচ্চারণ করে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা ও দূর্বা হাতে নিয়ে ভগবান গনেশের উদ্দেশ্যে নিবেদন করতে হবে।  

গণেশের ধ্যান মন্ত্র:- 

ওঁ  খর্ব্বং স্থলতনু`ং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম্, প্রত্যন্দন্মদগন্ধ-লুব্ধ-মধুপ-ব্যালোল-গণ্ডস্থলম্ ।। 

দন্তাঘাতবিদারিতারি-রুধিরৈঃ সিন্দুর-শোভাকরম্, 

বন্দে শৈলসুতা-মুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।

এবার তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা ও দূর্বা হাতে নিয়ে ভগবান গনেশের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। 

পুষ্পাঞ্জলি মন্ত্র:- ও বক্রতুণ্ড মহাকায় সূর্য্যকোটি সমপ্রভ। নির্বিঘ্নং কুরু মে দেব সৰ্ব্বকার্য্যেযু সর্ব্বদা।

Ganesh Chaturthi puja at home: ভোগ নিবেদন

চাল আর কলা দিয়ে একটি নৈবেদ্য সাজাতে হবে। এই নৈবেদ্য ভগবান গণেশকে নিবেদন করতে হবে। লাড্ডু ছাড়াও অন্য মিষ্টান্ন নিবেদন করা যেতে পারে। সম্ভব হলে পাঁচ থেকে সাত রকমের মিষ্টি এবং পাঁচ রকমের ফল ভগবানকে নিবেদন করা যাবে। পান করার জন্য জল নিবেদন করতে হবে প্রতিটি ভোগের উপর এবং পানীয় জলের উপর লাল চন্দন সহযোগে ফুল আর বেলপাতা দিতে হবে।  

সিদ্ধিদাতা গণেশের লাড্ডু এবং মোদক খুব প্রিয়। গণেশ চতুর্থীর দিনে অবশ্যই একুশটি মোদক যদি দেওয়া যায় তা খুব শুভ বলে মনে করা হয়। ভোগের পাত্রের নিচে একটি বেলপাতা দিয়ে রাখতে হবে আর ভোগের উপর ওঁম গণেশায় নমঃ মন্ত্রে ফুল বেলপাতা দিতে হবে। আজকের দিনে পাঁচ রকম অথবা সাত রকম অথবা এগারো রকমের গোটা ফল ঠাকুরকে নিবেদন করতে হয়।

Ganesh Chaturthi puja at home: আরতি পর্ব

পড়ুন ঘরোয়া পূজার সাধারণ নিয়মপ্রত্যেক পূজার আরতি পদ্ধতি একই পধতিতে করা হয়ে থাকে। কিছুক্ষেত্রে নিয়মে কিছু পরিবর্তন থাকে তবে অধিকাংশ পূজার আরতির নিয়ম একই হয়ে থাকে। 

Ganesh Chaturthi puja at home:অষ্টোত্তর শতনাম

পূজার (Ganesh Chaturthi puja at home) আরতি সম্পন্ন করে শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম পাঠ করে পূজা শেষ করতে হবে। পূজা শেষ করার আগে নিজের মনোবাঞ্ছনা জানিয়ে পূজায় কোনো ভুল ত্রটির জন্য ক্ষমা প্রার্থনা করে পূজা সম্পন্ন করতে হবে।

শ্রীশ্রীগণেশের অষ্টোত্তর শতনাম

পুরাণভারতী শ্রীধনপতি হালদার কর্ত্তৃক সঙ্কলিত

প্রথমে গণেশ নাম রাখিল পাবক | ১
পরে নাম গণাধিপ রাখিল ত্র্যম্বক || ২
যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ | ৩
নাম রাখে গণাগ্রহী নমুচিসূদন || ৪
নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ | ৫
গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ || ৬
নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয় | ৭
নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয় || ৮
গণচলবাসী নাম দিল শ্রীভাস্কর | ৯
গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর || ১০


নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ | ১১
নাম রাখিলেন গণকর্ত্তা সহস্রাক্ষ || ১২
গণপতি নামে ডাকে তাঁর পিতা হর | ১৩
নাম রাখে গজানন দেব দামোদর || ১৪
নাম দিল গৌরীসুত মহাদেবী তারা | ১৫
গজকর্ণ নাম দিলেন মুনি শ্রীঅঙ্গিরা || ১৬
দানিলেন গজবক্ত নাম সেই মনু | ১৭
বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু || ১৮
গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি | ১৯
নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি || ২০


নাম রাখে উমাপুত্র যে মেনকারাণী | ২১
বিঘ্ন বিনাশন নাম দিল অব্জযোনি || ২২
বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন | ২৩
নাম দেন বিঘ্নকর্ত্তা রুক্মিণী-রমণ || ২৪
নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি | ২৫
বিঘ্ন বিনায়ক নাম দিল শম্বরারি || ২৬
বিঘ্নসিদ্ধি নাম দিয়েছেন কংসাবতি | ২৭
বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি || ২৮
নাম দেন বিঘ্ন-বিনাশক খগেশ্বর | ২৯
বিঘ্নহর্ত্তা নাম দিয়েছেন নাগেশ্বর || ৩০


পার্ব্বতীপ্রিয় নাম দেন মাতামহী | ৩১
নাম রাখিলেন হরসূনু মহামতী || ৩২
এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা | ৩৩
নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা || ৩৪
দেবেরদেবেশ নাম দিয়েছিল বিষ্ণু | ৩৫
স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু || ৩৬
নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন | ৩৭
প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ || ৩৮
কাম অরিসূনু নাম রাখেন হারিত || ৩৯
রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত | ৪০


সুমুখ তার নাম রাখিল সম্বর্ত্ত | ৪১
সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্ত || ৪২
সুলেখক নাম দিল বেদব্যাস | ৪৩
ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস || ৪৪
ভালচন্দ্র নাম ভাল দিয়েছে উষণা | ৪৫
অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা || ৪৬
নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভোলি | ৪৭
মূষিকবাহন নাম দিয়েছে মাতালি || ৪৮
বজ্রতুন্ড নাম দিয়েছেন বজ্রানি | ৪৯
সদাদান নাম দিয়েছেন বীণাপাণি | ৫০


পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ূধ শম্ব | ৫১
শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব || ৫২
অত্রি দিয়েছেন ত্রিলোচন ভাল নাম | ৫৩
মাতা জগদ্বাত্রী দিল চতুর্ভূজ নাম || ৫৪
একদন্ত রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত | ৫৫
বিকট আর নাম রাখেন মরুত || ৫৬
রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম | ৫৭
সিদ্ধিসেনাগ্রজ নাম রাখেন শ্রীযম || ৫৮
সিদ্ধিদাতা নাম ভাল রাখেন বিষ্ণুরথ |৫৯
সিদ্ধি বিনায়ক নাম রাখে শাতাতপ || ৬০


নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি | ৬১
সিদ্ধসাধক নাম রাখে পশুপতি || ৬২
সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ | ৬৩
নাম রাখে সিদ্ধদেব সূনু গ্রহশ্রেষ্ঠ || ৬৪
যজ্ঞসিদ্ধি নাম রাখিলেন ক্রুতু | ৬৫
মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু || ৬৬
যোগসিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল | ৬৭
জপসিদ্ধি নাম রাখিল অনিল || ৬৮
দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি | ৬৯
কর্ম্মসিদ্ধি নাম রাখিলেন মহাশূলী || ৭০


নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি | ৭১
তপঃসিদ্ধি নাম রাখে শান্ডিল্য মহর্ষি || ৭২
সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি | ৭৩
দানিল সর্ব্বজ্ঞ নাম জনক রাজর্ষি || ৭৪
স্বস্তিদঃ নাম রাখিলেন শ্রীদক্ষ | ৭৫
তাঁর নাম দানিলেন ঋদ্ধিদঃ ঋভুক্ষ || ৭৬
ঋতজ্ঞান নাম দানিলেন বিরিঞ্চি | ৭৭
ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি || ৭৮
ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল | ৭৯
দিলেন ঋতম নাম সপ্তর্ষি মন্ডল || ৮০


সত্যম্ আর নাম রাখেন পুলহ | ৮১
গুণাতীতম নাম দেন পিতামহ || ৮২
নাম দিয়েছেন পুরুষম শ্রীপুলস্ত্য | ৮৩
কৃষ্ণপিঙ্গলাম নাম দিলেন অগস্থ্য || ৮৪
শুদ্ধাত্মা নাম তবে দিলেন কর্দ্দম | ৮৫
মহামৃত্যুসুত নাম দানিলেন যম || ৮৬
ভক্তবত্সল নাম রাখেন ইন্দ্রানী | ৮৭
সর্ব্বভীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী || ৮৮
শৈলাসুতাসুত নাম রাখে হিমালয় | ৮৯
ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয় || ৯০


দ্বিরদানন নাম দিয়েছেন খগেশ্বর | ৯১
সর্ব্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর || ৯২
বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা | ৯৩
দ্বৈমাতুর নাম দিলেন চন্ডিকা || ৯৪
বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব | ৯৫
ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব || ৯৬
অক্ষর নাম ভাল দিলেন অর্য্যমা | ৯৭
নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা || ৯৮
নাম দিয়েছেন ব্রহ্মবর্চ্চস বশিষ্ঠ | ৯৯
ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ || ১০০


ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র | ১০১
সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র || ১০২
প্রণবস্বরূপ নামে হন সনাতন | ১০৩
অদ্বৈত্বস্বরূপ হন জগত্কারণ || ১০৪
অস্তর্য্যামিস্বরূপ আর নাম ব্রহ্মরূপ | ১০৫-৬
জ্যোতির্জ্জ্যোতিস্বয়ংজ্যোতি পূর্ণব্রহ্মস্বরূপ || ১০৭-৮
অষ্টোত্তরশত নাম কহি সবিস্তারে |
অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে ||


ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ |

পূর্ণ হবে অচিরেই তব মনোরথ ||

গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে |
কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে ||
অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক |
অতীব সুযোগ্য যাহা আনন্দ বর্দ্ধক ||
এই পাঠ যেই জন করে অধ্যয়ন |
কোন পাপ তারে নাহি করিবে স্পর্শন ||
সকল কামনা তার পুরিবে নিশ্চয় |
অবশ্য সর্ব্ব বিঘ্ন নাশ তার হয় ||
হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন |
অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান ||
রমণী লভিবে তার পতি মনোমত |
দীর্ঘ আয়ুধারী আর রূপগুণ যত ||
উত্তম পুত্র পাবে রূপগুণবান |


রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান ||
পূর্ণ তার ধনে জনে হইবে সংসার |
দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস তার ||
ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে |
অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে ||
কার্য্যারম্ভে গণপতি করিলে স্মরণ |
করিবে অবশ্য তার বিঘ্নের নাশন ||
ভাদ্রপদ মাঘ আর অগ্রহায়ণেতে |
কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে ||
সুন্দর প্রতিমা মূর্ত্তি করিয়া গঠন |
অথবা ঘটেতে করি গণেশ অর্চ্চন ||
এই অষ্টশত নাম যে জন জপিবে |
সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে ||

।। শ্রীশ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত ।।

Ganesh Chaturthi puja at home: পূজা সমাপ্ত

Do Shivpuja at home: নিত্য শিব পূজা করুন ঘরে

নিত্য শিবপূজা

আজ আমরা জানবো সহজ পদ্ধতিতে কিভাবে নিত্য শিবপূজা (Shivpuja at home) ঘরে করা যায়। সোমবারে বাবা মহাদেবের পুজো করলে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়, মহাদেব খুব প্রসন্ন হন।

যারা নিত্যদিন করতে পারেন না বাবার সেবা যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারা শুধু সোমবার বাবা মহাদেবকে পুজো করতে পারেন। তাছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা মহাদেবের মাথায় জল দিয়ে পূজা করাকে খুব শুভ ধরা হয়।

shivpuja at home

Shivpuja at home: নিত্য শিব পূজা

পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। যেকোনো পূজার শুরু করার আগে আচমন করে শুদ্ধ করে নিতে হয়। সেই পূজা নিত্য গৃহপূজা হোউক কিংবা বিশেষ পূজা। 

আচমন করে, পুষ্প ও জল শুদ্ধি করে নিতে হবে। যদি ঘরে গঙ্গা জল থাকে সেক্ষত্রে জল শুদ্ধি করার কোনো প্রয়োজন নাই। টেপের জল, জলাশয়ের জলকে সব সময় শুদ্ধ করে পূজায় ব্যাবহার করতে হবে।

Table of Contents

Shivpuja at home: শিব পূজার অভিষেক

শ্বেতচন্দনের গুঁড়ো অথবা ভস্ম দিয়ে অভিষেক করা যেতে পারে। এই ভস্ম যেকোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে সহজেই।

শিবঠাকুরের অভিষেকের সময় ঘণ্টা বাজানো খুব ভালো। তারপর দুধ দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং স্নানিয়ং দুগ্ধ ও হো ঈশানায় নমঃ।

এরপর পরিষ্কার জল দিয়ে, কর্পূরের গুঁড়ো মেশানো গঙ্গাজল দিয়ে শিবঠাকুরের অভিষেক করে নিতে হবে। মনে মনে ওম নামা শিবায় মন্ত্র বা শিবঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে।

Shivpuja at home: শিব পূজার পুষ্প নিবেদন

শিবঠাকুর হচ্ছেন  বৈষ্ণব প্রধান তাই শিবপূজায় শ্বেত চন্দন বেবহার করা হয়।শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে বাবা মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে।

শিবঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল “ওঁম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্যপত্রাঞ্জলি, নমঃ শিবায় নমঃ।”

ইদং সচন্দন পুষ্পং শিবায় নামঃ এই মন্ত্র পথ করে শিবঠাকুরকে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিতে হবে। শিবঠাকুরকে ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল, কলকে ফুলগুলি বেশি করে নিবেদন করা যেতে পারে। এছাড়াও সাদা ফুল এবং হলুদ ফুলে নিবেদন করা যায়। শ্বেতপদ্ম এবং গোলাপ দিয়েও  বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে।

শিব পূজা

Shivpuja at home: শিব পূজার ভোগ নিবেদন

বাবা মহাদেবকে বাতাসা এবং সাদা মিষ্টির ভোগ ফুল ও বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে। বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে যেমন শ্রাবন মাসের সোমবার, শিবরাত্রিতে  বেলসহ পাঁচ রকমের গোটা ফল ফুল ও বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে। দৈনন্দিন পূজায় এতো আয়োজনের প্রয়োজন হয়না।

শিবপুজোতে গোটা ফলের নৈবেদ্য নিবেদন করা হয়। তিন রকম, পাঁচ রকম অথবা সাত রকমের গোটা ফল দেওয়া যায়।

ভোগ নিবেদন

Shivpuja at home: শিব পূজার আরতি নিবেদন

পুষ্প ও ভোগ নিবেদনের পর আরতি শুরু করতে হবে। কিভাবে আরতি করতে হবে তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Shivpuja at home: শিব পূজার ব্রতকথা ও জপ করা

আরতি সম্পন্ন করে একশো আটবার ওঁম নমঃ শিবায় জপ করে নিতে হবে। যদি ঘরে স্ফটিকের একশো আট ব্রিডের মালা কিংবা একশো আট পঞ্চমুখী রুদ্রাক্সের মালায় এই জপ করা যেতে পারে। মালা ঘরে না থাকলে হাতের আঙুলে ও করা যেতে পারে। 

জপ পর্ব সম্পন্ন করে অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে। নিম্নে অষ্টোত্তর শতনাম উল্লেখ করা হয়েছে। দশকর্মার দোকানেও এই অষ্টোত্তর শতনামের বই পেয়ে যাবেন।

ব্রতকথা ও জপ

শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম

অনাদির আদি নাম রাখিল বিধাতা ।।

মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।।

জগদগুরু নাম রাখিল মুরারি ।

দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি ।।

মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।

গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।।

ভাগীরথী নাম রাখি দেব শূলপানি ।

ভোলানাথ বলি নাম রাখিল শিবানী।।

জলেশ্বর নাম মোর রাখিল বরুণ ।

রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।।

নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।

ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু ।।

তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।

পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন ।।

রজত বরণ বলি নাম গিরিবর ।

নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।।

যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।

বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।।

সূর্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।

চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্কশেখর ।।

মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।

বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।।

বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।

শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন ।।

শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।

রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।।

মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ।

ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী ।।

কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ ।

বদরিকাননে নাম হয় কেদারনাথ ।।

শমন রাখিল নাম সত্য সনাতন ।

ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।।

পবন রাখিল নাম মহা তেজোময় ।

ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।।

ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।

ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।।

মহেশ বলিয়া নাম রাখে দশানন ।

বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।।

শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।

বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।।

জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।

বিজয়া রাখিল নাম অনাথের পতি।।

তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।

মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।।

শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ।

ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।।

প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।

চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।।

সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।

আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।।

বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।

রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।।

ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।

দীনের শরণ নাম রাখিল নারদ ।।

বীরভদ্র নাম মোর রাখে হলধর ।

গন্ধর্ব রাখিল নাম গন্ধ ঈশ্বর ।।

অজিরা রাখিল নাম পাপতাশহারী ।

দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।।

ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।

বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।।

কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।

ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুনি ।।

সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।

আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।।

রতিপতি নাম রাখে মদন-দহন ।

দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।।

জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ ।

বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।।

পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।

গৌতম রাখিল নাম জনমনে হারী ।।

ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।

বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর ।।

মর্ত্যলোকে নাম রাখে সর্বপাপহর ।

জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর ।।

কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।

ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী ।।

ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী ।

ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।।

উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর ।

অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।।

দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।

সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর ।।

হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।

ভরত রাখল নাম ঊমা মহেশ্বর ।।

জলস্বর নাম রাখে করুণা সাগর ।

মম ভক্তগণ বলে সংসারের সার ।।

ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব ।

চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।।

জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ ।

ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ ।।

দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।

দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।।

দীননাথ নাম মোর কশ্যপ রাখিল ।

বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।।

কালীঘাটে সিদ্ধপার্টে মকুল ঈশ্বর ।

পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।।

গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর ।

মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর ।।

কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।

ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।।

ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।

শ্বেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম ।।

বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।

মহালক্ষ্মী রাখে নাম অশিব নাশন ।।

অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।

গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।।

ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।

বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।।

Shivpuja at home: নিত্য শিবপূজা সমাপ্ত

FAQs:-

কোন শিব লিঙ্গের পূজা ঘরে করা যায়?

শুধু কালো রঙের শিবলিঙ্গ ব্যবহার করা উচিৎ বাড়িতে পূজা করার জন্য। সাদা রঙের শিবলিঙ্গ হচ্ছেন রুদ্র শিবের প্রতীক। সাদা শিবলিঙ্গ ঘরে রাখতে নেই এবং এতে কোনো গৃহস্তের পূজা করা উচিত নয়। 

শিব লিঙ্গের বাইরের অংশ সবসময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে। শিব লিঙ্গের পাশে কখনো নটরাজের মূর্তি, শিবের ছবি রাখা যাবে না।

How to do Jagannath Rath yatra puja at home: পূজার সহজ পদ্ধতি

Jagannath puja at home

এই নিবন্ধে আমরা জন্য কিভাবে খুব সহজেই বাড়িতে প্রভু Jagannathdev -এর পূজা ও রথযাত্রা পূজা (Jagannath Rath yatra puja at home) করতে পারি। খুব বেশি কিছু পূজা সামগ্রীর প্রয়োজন পড়েনা। সহজেই স্বল্প খরচের মধ্যে আমরা বাড়িতে খুব সুন্দর ভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব (Jagannath Rath yatra puja at home) পালন করতে পারি।

আষাঢ়ের শুক্লপক্ষীয় পুষ্যানক্ষত্রযুক্তা দ্বিতীয়াতে জগন্নাথদেবের রথযাত্রা হইয়া থাকে; এজন্য সেই দিনে যাত্রা, মহোৎসব ও বহু ব্রাহ্মণ ভোজন এইসব করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই শুভ দিনে বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা করলে, ভগবানের প্রীতি অর্জন করা যায়।

Table of Contents

Jagannath Rath yatra puja at home

Jagannath Rath yatra puja at home: রথযাত্রা ও জগন্নাথ পূজাবিধি

যেকোনো পূজা শুরু করার আগে শুদ্ধীকরণ দিয়ে শুরু করে নিত্যক্রিয়াদি করে নিতে হবে। বিশেষ পূজা শুরু করার আগে সমস্ত পূজার নিয়ম একইরকম হয়। আচমন পর্ব তারপর পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি এবং  আসনশুদ্ধি এইসব ক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। যেকোনো ঘরোয়াপূজার নিয়ম বিস্তারিতভাবে ঘরোয়া পূজার সাধারণ নিয়ম পেইজে  উল্লেখ করা হয়েছে।

Jagannath Rath yatra puja at home: পূজার উপকরণ

কর্পূর, অগুরু, দুর্বা, সাদা ফুল, সাদা পদ্ম, সাদা ফুলের মালা, শ্বেত চন্দন, তুলসী, তুলসীর মালা, গঙ্গা জল অথবা পরিষ্কার জল ও গোলাপ জল।

Jagannath Rath yatra puja at home: পূজার সংকল্প

পূজা শুরু করার আগে সংকল্প করে নিতে হবে। যেকোনো পূজার আগে সংকল্প বিধি করেই পূজা করা উচিৎ।

জগন্নাথ দেবের রথযাত্রাপূজার সংকল্প  মন্ত্রঃ- বিষ্ণুরোম্ তৎসদদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে দ্বিতীয়ায়ান্তিখৌ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশর্মা বিষ্ণুলোকগমনকামো গণপত্যাদিনানাদেবতাপূজাপূর্ব্বক – শ্রীকৃষ্ণস্য রথোৎসবযাত্রামহং করিয্যে।

উপরিউল্লিখিত মন্ত্র দিয়ে আপনি নিত্য জগন্নাথের পূজার সংকল্প ও করতে পারবেন। শুধু তিথি আর মাসের নাম পরিবর্তন হইবে।

|| জগন্নাথের ধ্যান মন্ত্র ||

জগন্নাথ পূজার নিত্যক্রিয়া

Jagannath -এর ধ্যান মন্ত্র দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রার বিশেষ পূজা শুরু করতে হইবে। হাতে কিছু ফুল নিয়ে করজোড় করে ধ্যান মন্ত্র পাঠ করে প্রভুর চরণে নিবেদন করতে হবে।

জগন্নাথের ধ্যান- ওঁ পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রারতেক্ষণম্। মহোরসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম্।। শঙ্খ-চক্র-গদাপাণিং মুকুটাঙ্গদভূষণম্। সর্ব্বলক্ষণসংযুক্তং বনমালাবিভুষিতম্। দেবদানবগন্ধর্ব্বর্যক্ষ-বিদ্যাধরোরগৈঃ। সেব্যমানং সদা দারুং কোটিসূর্য্যসমপ্রভম্। ধ্যায়ন্নারায়ণং দেবং চতুর্ব্বর্গফলপ্রদম্।।

|| বলভদ্র ধ্যান মন্ত্র ||

জগন্নাথের ধ্যান মন্ত্র দিয়ে সম্পন্ন করে বলভদ্র ধ্যান মন্ত্র পাঠ করে নিতে হবে । হাতে সাদা চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে করজোড় করে বলভদ্র ধ্যান মন্ত্র পাঠ করে একই ভাবে প্রভুর চরণে নিবেদন করতে হবে।

বলভদ্র ধ্যান- ওঁ বলঞ্চ শুভ্রবর্ণাভং শরদিন্দুসমপ্রভম্। কৈলাসশিখরাকারং ফণাবিকটবিস্তরম্। নীলাম্বরধরঞ্চোগ্রং বলং বলমদোদ্ধতম্। কুণ্ডলৈকধরং দিব্যং মহামুষলধারিণম্। মহাবলং হলধরং রৌহিণেয়ং বলং প্রভুম্।

|| শ্রীশ্রীবলরাম-প্রণামমন্ত্রঃ ||

বলভদ্র ধ্যান মন্ত্র সম্পন্ন করে বলরাম প্রণাম মন্ত্র পাঠ করে নিতে হবে । হাতে সাদা চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে করজোড় করে বলভদ্র প্রণাম মন্ত্র পাঠ করে একই ভাবে প্রভুর চরণে নিবেদন করতে হবে।

প্রণামমন্ত্রঃ- নমস্তে তু হলগ্রাম! নমস্তে মুষলায়ুধ!। নমস্তে রেবতীকান্ত! নমস্তে ভক্ত-বৎসল! ॥ নমস্তে বলিনাং শ্রেষ্ঠ! নমস্তে ধরণীধর!। প্রলম্বারে! নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণ-পূর্ব্বজ! ॥

|| সুভদ্রা ধ্যান মন্ত্র ||

একই ভাবে বলভদ্র ধ্যান মন্ত্র সম্পন্ন করে, হাতে সাদা চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে করজোড় করে সুভদ্রা ধ্যান পাঠ করতে হবে। সুভদ্রা ধ্যান মন্ত্র পাঠ করে প্রভুর চরণে নিবেদন করতে হবে।

বলভদ্র ধ্যান- ওঁ বলঞ্চ শুভ্রবর্ণাভং শরদিন্দুসমপ্রভম্। কৈলাসশিখরাকারং ফণাবিকটবিস্তরম্। নীলাম্বরধরঞ্চোগ্রং বলং বলমদোদ্ধতম্। কুণ্ডলৈকধরং দিব্যং মহামুষলধারিণম্। মহাবলং হলধরং রৌহিণেয়ং বলং প্রভুম্।

রথযাত্রা ও জগন্নাথ পূজার ভোগ নিবেদন

প্রভুকে পরিষ্কার পাত্রে ভোগ নিবেদন করতে হবে। ঘন্টা বাজিয়ে তিনবার শ্রীপ্রভুর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভোগ নিবেদন করতে হবে।

প্রণাম মন্ত্র- নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। শ্রীমতে (গুরুদেবের নাম) ইতি নামিনে।।

রথযাত্রা ও জগন্নাথ পূজার ভোগ আরতি পর্ব

শাঁখ বাজিয়ে ভোগ আরতি শুরু করতে হবে। কিভাবে আরতি করতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে ঘরোয়া পূজার সাধারণ নিয়ম পেইজে  উল্লেখ করা হয়েছে।

শ্রীশ্রীজগন্নাথাষ্টকম্ পাঠ

জগন্নাথ সুভদ্রা বলরাম প্রণাম যন্ত্র  উচ্চারণ করে সষ্টাঙ্গ প্রণাম জানিয়ে শ্রীশ্রীজগন্নাথাষ্টকম্ পাঠ করে নিতে হবে। 

শ্রীশ্রীজগন্নাথাষ্টকম্ পাঠ

শ্রীশ্রীজগন্নাথদেবের প্রচলিত স্তব

** শ্রীল সনাতন গোস্বামীপাদ বিরচিতঃ **

হে শ্রীজগন্নাথ। নীলাচল শিরোমণি। হে দারুব্রহ্মা। ঘনশ্যাম, হে পুরুষোত্তম। আমার প্রতি প্রসন্ন হও ॥ ১॥

হে প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ। হে লবণ-সমুদ্রতটের অমৃত। হে গুটিকোদর। নানাভোগবিলাসিন্। আমাকে পালন কর ॥২॥

তুমি স্বভক্তগণকে নিজের অধরামৃত দান কর, ইন্দ্রদ্যুম্ন রাজা তোমার প্রসন্নতা লাভ করিয়াছেন। তুমি সুভদ্রার লালনে ব্যগ্র, হে রামানুজ। তোমার চরণে নমস্কার ॥৩॥

তুমি গুণ্ডিচারথ যাত্রাদি বিবিধ মহোৎসবের বর্ধন করিয়াছ। এ ভক্তবৎসল। হে গুণ্ডিচারথ ভূষণ। তোমাকে বন্দনা করি ॥৪॥

তোমার চিত্ত সতত দীনহীন মহানীচজনকেও দয়া করিবা জন্য উদ্বুদ্ধ থাকে। তুমি নিত্যই নূতন নূতন মহিমা প্রদর্শন করাও, ও শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর প্রিয় অথবা শ্রীচৈতন্যই তোমার প্রিয় কিম্বা তুমি চিন্ময় এবং সকলেরই বল্লভ। তোমার চরণে প্রণত হইতেছি।

বিশেষ Rath Yatra পূজা

Rath Yatra -এর বিশেষ পূজার দিন উপরিউল্লিখিত পূজা সম্পন্ন করে প্রভু শ্রীশ্রীজগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে প্রতিস্থাপন করতে হবে। তাছাড়া উপরিউল্লিখিত পদ্ধতিতে দৈনিক ঘরোয়া (Ghoruapuja) Jagannath puja সম্পন্ন করা যাবে।

দৈনিক জগন্নাথ পূজার ক্ষেত্রে শুধু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম প্রণামমন্ত্র দিয়ে পূজা সম্পন্ন করা যাবে। নিত্য জগন্নাথ পূজায় জগন্নাথ স্তব পাঠ করা উচিৎ। স্তব পাঠ, মন্ত্র পাঠ আমাদের মনে, জীবনে একটি ইতিবাচকতা প্রভাবে ফেলে।  তাই আমাদের প্রতিদিন দৈনিক পূজা সম্পন্ন করে আমাদের প্রিয় ভগবানের  মন্ত্র অথবা স্তব পাঠ করা উচিৎ।  

** জগন্নাথ রথযাত্রা পূজা সমাপ্ত **

How to do daily Durga Puja at home: নিত্য দুর্গাপূজা ঘরে করুন

daily durga puja

আমার বাড়িতে ছোট Durga Maa -এর প্রতিষ্ঠিত বিগ্রহ আছে। যেখানে নিত্য পূজা (Daily Durga Puja at home) করা হয়। মায়ের নিত্য পূজায় ঘট স্থাপন করে বা না করেও করা যায়। যদি প্রতিষ্ঠিত বিগ্রহ খুব ছোট হয়, যদি এক ফুটের কম হয় সেক্ষেত্রে ঘটের স্থাপন করার প্রয়োজন হয় না। 

কিন্তু যদি মাদূর্গার মূর্তি এক ফুটের বেশি হয় সেক্ষত্রে ঘট স্থাপন করে পূজা করা হয়। যেভাবে আমরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী ঘট পরিবর্তন করি সেই একইভাবে প্রতি মঙ্গলবার অথবা প্রতি অষ্টমী তিথিতে ঘট পরিবর্তন করতে হয়।

Table of Contents

Daily Durga Puja at home

আমার ঘরে গৃহ দেবতার আসনে অন্যান্য দেবদেবীদের সাথে মা দুর্গারও ছোট প্রতিষ্ঠিত মূর্তি আছে। বাড়িতে নিত্যপূজার অঙ্গরূপে অন্যান্য ঠাকুরদের সঙ্গেই খুব সহজ সরল পদ্ধতিতে মা দুর্গারও পূজা করা হয়ে থাকে। 

আমি এই নিবন্ধে উল্লেখ করবো কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে মাদুর্গার নিত্য পূজা (Daily Durga Puja at home) করা যায়। এই পূজা মূর্তি অথবা ছবিতে করা যেতে পারে।

Daily Durga Puja at home: ঘরোয়া নিত্য দুর্গাপূজার উপকরণ

  • লাল জবার মালা, লাল জবা, অপরাজিতা ফুল,  লাল গোলাপ ফুল, অন্যান্য ফুল, সম্ভব হলে লাল পদ্ম।
  • বেলপাতা, গোলাপ জল, আতপ চাল, গঙ্গা জল অথবা পরিষ্কার টেপের জল।
  • ঘরে সব সময় লাল চন্দন রাখা দরকার, সিঁদুর, লাল বাতাসা (মা দূর্গার খুব প্রিয়), একটা মাটির প্রদীপ, ঘি। 

Daily Durga Puja at home

ঘরোয়া নিত্য
দুর্গাপূজার পক্রিয়া

Daily Durga Puja at home: নিত্য গৃহ পূজা শুরু

প্রতিদিনের নিত্য পূজায় দ্বারদেবতা পূজা, সূর্যাঘ্য, পঞ্চদেবতার পূজা করতে পারলে খুব ভালো। আর যদি সময়ের অভাবে এতো কিছু করা সম্ভব না হয় তাহলে শুধু আচমন, পুষ্পশুদ্ধি করেই পূজা শুরু করা যাবে।

Daily Durga Puja at home: স্নানভিষেক

গৃহ দেবতাকে (প্রতিষ্ঠিত গোপাল/ কৃষ্ণ/ বিষ্ণু দেবতা থাকে) আগে স্নানাভিষেক করে তারপর মা দূর্গাকে স্নানাভিষেক করতে হবে। নিত্য পূজায় পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করার প্রয়োজন হয়না। বিশেষ পুজোর দিনে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করা উচিৎ। 

পঞ্চামৃত স্নানাভিষেক সাধারণতঃ প্রতিষ্ঠিত ধাতব মূর্তির জন্য প্রযোজ্য।পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করার সময় “ওঁ দূর্গায় নমোঃ” মন্ত্র উচ্চারণ করে করতে হবে।

যদি মাটির মূর্তির থাকে সেক্ষত্রে জলশঙ্খ দিয়ে স্নানাভিষেক করতে হবে। 

জলশঙ্খ স্নানাভিষেকের পদ্ধতি: প্রথমে জলশঙ্খের মধ্যে সামান্য শুদ্ধ জল অথবা গঙ্গা জল অথবা পরিষ্কার টেপে জল নিয়ে তার মধ্যে লাল চন্দন ছিটিয়ে দিতে হবে। তারপর লাল চন্দন সহযোগে একটি লাল ফুল অথবা যেকোনো ফুল শঙ্খের উপর রেখে মাদূর্গার  সামনে ঘড়ির কাটার তিনবার ঘুরিয়ে একটি বাটিতে ঢেলে দিতে হবে।

এই জল পরে চরণামৃত হিসেবে নিয়ে বাকি জল একটি ফুল গাছের নিচে ঢেলে দিতে হবে নাহলে বেসিনের মধ্যে ঢেলে দিতে হবে।

ছবির স্নানাভিষেক পদ্ধতি: একটি পরিষ্কার কাপড়ে সামান্য গঙ্গাজল, কিছুটা অগরু, কিছুটা গোলাপ জল নিয়ে কাপড়টি দিয়ে মাদূর্গার ছবিটি/পটটি মুছে নিতে হবে।

Daily Durga Puja at home: শৃঙ্গার

স্নানাভিষেক পর্ব শেষ করে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশের কপালে এবং চরণে সিঁদুরের ফোঁটা, লাল চন্দনের তিলক দিতে হবে। যদি আপনার প্রতিষ্ঠিত মাদূর্গার ছবিতে মা সপরিবার না থাকেন সেক্ষত্রে শুধু মাদূর্গার কপালে এবং চরণে সিঁদুরের ফোঁটা দিতে হবে। 

যেদিন মা দূর্গা প্রতিষ্ঠিত করবেন সেদিন মাকে অবশ্যই একটি শাখাপলা নোয়া নিবেদন করবেন। মা দুর্গার নিত্য পুজোয় মাকে নতুন করে প্রতিদিন আলতা, সিঁদুর, শাখাপলা নোয়া নিবেদন করার প্রয়োজন পড়ে না। তবে মার বিশেষ পুজোয় একটি নতুন শাখাপলা নোয়া, আলতা, সিঁদুর, অবশ্যই দিতে হবে।

Daily Durga Puja at home: দীপ প্রজ্জ্বলন

মাদূর্গার মাটির ঘিয়ের প্রদীপ খুব প্রিয়। একটি ঘিয়ের প্রদীপের পাশে সম্ভব হলে একটি তিলের তেলের প্রদীপ আর ধূপদানি জ্বালিয়ে নিতে হবে।

দীপ প্রজ্জ্বলন

Daily Durga Puja at home: ভোগ নিবেদন

নিত্য ঘরোয়া মাদূর্গার পূজায় প্রসাদের সেরকম আড়ম্বরের প্রয়োজন নেই। ঘরে যা আছে তা দিয়ে মাকে নিত্য প্রসাদ দেওয়া যাবে। তবে লাল বাতাসা মাদূর্গার খুব প্রিয়, তাই ভোগে মাকে লাল বাতাসা  দিন। লাল চন্দন সহযোগে একটি লাল ফুল মায়ের ভোগের উপর দিয়ে দিন।

Daily Durga Puja at home: নারায়ণাদির অর্চনা

প্রতিটি  মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে গৃহদেবতার চরণে নিবেদন করতে হবে।

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ (গৃহদেবতার চরণে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরুবে নমঃ (গৃহদেবতার চরণে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ (গৃহদেবতার চরণে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ (মাদূর্গার ছবিতে/মূর্তিতে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ (মহাদেবের চরণে অথবা শিব লিঙ্গে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবই নমঃ (মাদূর্গার ছবিতে/মূর্তিতে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ স্বরস্বত্যৈ নমঃ (মাদূর্গার ছবিতে/মূর্তিতে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ কার্তিকেয় নমঃ (মাদূর্গার ছবিতে/মূর্তিতে নিবেদন করতে হবে)

এতে গন্ধপুষ্পে নমঃ সর্ব দেবদেবীভ্যনম নমঃ (মাদূর্গার ছবিতে/মূর্তিতে নিবেদন করতে হবে)

Daily Durga Puja at home: গুরু প্রণাম

মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্রে গৃহদেবতার চরণে নিবেদন করতে হবে।

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্।

তৎপদাং  দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

Daily Durga Puja at home: গণেশ পূজা

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান গনেশের প্রণাম মন্ত্র:- “দেবেন্দ্র মৌলি-মান্দার-মকরন্দ-কণারুণাঃ। বিঘ্নং হরন্ত হেরম্ব-চরণাম্ব জ-রেণবঃ।।” উচ্চারণ করে মাদূর্গার চরণে নিবেদন করতে হবে।

Daily Durga Puja at home: পুষ্প নিবেদন

লালচন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দুর্বা নিয়ে “এতে গন্ধপুষ্পে নমঃ দূর্গায় নমঃ” মন্ত্র বলে মাদুর্গার চরণে নিবেদন করতে হবে। তারপর হাতজোড় করে “ওঁ দূর্গায়ৈ নমোঃ” বলে প্রণাম করতে হবে। লালচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে “ওঁ হ্রিং দূর্গে দুর্গে রক্ষণী স্বাহা” মন্ত্র বলে মাদুর্গার চরণে নিবেদন করতে হবে। হাতজোড় করে “ওঁ হ্রিং দূর্গায়ৈ নমোঃ” বলে প্রণাম করতে হবে।

Daily Durga Puja at home: প্রণাম মন্ত্র

হাতজোড় করে প্রণাম মন্ত্র বলে মাদূর্গাকে প্রণাম করতে হবে।

প্রণাম মন্ত্র:

সর্ব্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্ব্বার্থ সাধিকে।

শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে।।

Daily Durga Puja at home: অষ্টোত্তর শতনাম

প্রণাম মন্ত্র পাঠ করে মাদূর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে। অষ্টোত্তর শতনাম পাঠে মাদূর্গা সন্তুষ্ট হোন অনেক। তাই নিত্য মাদুর্গার পূজা (Daily Durga Puja at home) সমাপ্ত করার আগে একবার এই অষ্টোত্তর শতনাম পাঠ অত্যন্ত মঙ্গলময়।

|| অষ্টোত্তর শতনাম ||

সর্ব্বশ্রেষ্ঠ দুর্গানাম জানিবে অন্তরে। ১ 

দুঃখহরা নাম মোর হয় তার পরে ॥২ 

আর নাম ধরি আমি কৃতান্তদমনী। ৩ 

অনেকে আমারে ডাকে নামে কাত্যায়নী ॥৪ 

ভবেশ-গৃহিণী হয় মোর এক নাম।৫ 

জগতজননী নাম খ্যাত সর্ব্বধাম॥৬ 

আর এর নাম মম হয় মহামায়া। ৭ 

আমারে জানিবে দোঁহে নামে কালজায়া ॥৮ 

ত্রিদিব-জননী নামে অনেকেই ডাকে। ৯ 

ভক্তগণ ডাকে বলি জয় মা কালীকে৷১০ 

করালিনী এক নাম জানিবে আমার। ১১ 

কপালমালিকা নাম খ্যাত ত্রিসংসার ।।১২ 

কালরাত্রি নাম মোর আগম-ভিতরে। ১৩ 

কৃপাময়ী নাম মোর সর্ব্বদুঃখ হরে ॥১৪

উমা নামে হিমালয়ে আমি বিরাজিতা। ১৫ 

মহোদরী নামে হই সর্ব্বত্র পূজিতা ॥১৬ 

অন্নপূর্ণা নামে করি অন্ন বিতরণ। ১৭ 

মাতঙ্গী নামেতে সবে করয়ে অর্চ্চন ॥১৮ 

সত্যসনাতনী নাম বিদিত ভুবনে। ১৯ 

ব্রহ্মাণ্ড-জননী নামে পূজে বহু জনে ॥ ২০ 

সর্ব্বত্র বিখ্যাত হই নামেতে শিবানী। ২১ 

আর নাম হয় মম জগত-তারিণী ॥২২ 

ইন্দ্রাণী নামেতে পূজে বহু বহু জন। ২৩ 

সর্ব্বাণী নামেতে আমি খ্যাত ত্রিভুবন ॥২৪ 

গণেশ-জননী নাম গণপতিপুরে। ২৫ 

রাজরাজেশ্বরী নাম খ্যাত চরাচরে ॥২৬ 

বগলা নামেতে পূজে বহু ভক্তগণ। ২৭ 

কমলা নামেতে করি মঙ্গল-সাধন ॥২৮ 

ভুবন ঈশ্বরী নাম সর্ব্বত্র প্রচার। ২৯ 

শুভঙ্করী নামে হয় শুভের সঞ্চার ॥৩০

ছিন্নমস্তা নামে আমি দানবে সংহারি। ৩১ 

মহিষমদ্দিনী নাম রণমাঝে ধরি ॥৩২ 

ষোড়শী নামেতে আমি সদা বিরাজিতা। ৩৩ 

আর এক নাম মম শ্রীঅপরাজিতা ॥৩৪ 

দৈত্যযুদ্ধমাঝে নাম ধরি উগ্রচণ্ডা। ৩৫ 

দুষ্টের দমনকালে নাম মোর চণ্ডা ॥৩৬ 

বিরিঞ্চিনন্দিনী নামে পাপ নাশ করি। ৩৭ 

শিব-সীমন্তিনী নামে শিবসহচরী ॥৩৮ 

মহেশঘরণী মোরে বলে ভক্তগণ। ৩৯ 

চন্দ্রচূড়া নামে করি চন্দ্রেরে ধারণ॥৪০ 

হররাণী নাম মোর হরের আদরে। ৪১ 

কামাখ্যা আমার নাম কোচবধূপুরে ॥৪২ 

এক নাম হয় মোর মৃগেশবাহিনী।৪৩ 

সর্ব্বত্র পূজিতা হই শ্যামা নামে আমি ॥৪৪ 

এলোকেশী নাম মম জগতে প্রচার।৪৫ 

শবাসনা নামে পূজা পাই সবাকার ॥৪৬

দিগম্বরী নাম করি আনন্দে ধারণ।৪৭ 

পতিতপাবনী নামে পতিতে তারণ॥৪৮ 

দক্ষরাজ ঘরে থাকি দাক্ষায়ণী নামে। ৪৯ 

শমনত্রাসিনী নামে শমন ভবনে ॥৫০ 

অরিষ্টনাশিনী নামে অরিষ্টরে নাশি। ৫১

 সুখদাত্রী নামে সদা সুখনীরে ভাসি ॥৫২

 দয়াময়ী নামে করি দয়া বিতরণ। ৫৩ 

নরকবারিণী নামে নরক-বারণ ॥৫৪ 

পৰ্ব্বত-তনয়া বলি আখ্যান পার্ব্বতী।৫৫ 

শাকম্ভরী নাম মম খ্যাত বসুমতী ॥৫৬ 

গুণের আধার বলি নাম গুণান্তিতা। ৫৭ 

জগতের মাতা তাই আখ্যান অম্বিকা ॥৫৮ 

বিমলা নামেতে করি চিত্তমল দূর ॥৫৯ 

অভয়া নামেতে রক্ষা করি সুরপুর ॥৬০ 

হরের ঘরণী বলি নাম ভবরাণী। ৬১ 

শঙ্কর-সুন্দরী নামে ভজি শূলপাণি ॥৬২

দানবদলনী নাম দানবে বধিয়া। ৬৩ 

মন্মথমথিনী নাম মদনে শাসিয়া ॥৬৪ 

অশিব-খণ্ডিকা নামে অশুভ বিনাশি। ৬৫ 

দানবসূদনী নামে দৈত্যগণে শাসি॥৬৬

মেনকা-দুলালী নাম রাখিলা মেনকা। ৬৭ 

বিজয়া নামেতে আমি অশিব-খণ্ডিকা ॥৬৮ 

গোপেশকুমারী নাম গোকুল নগরে। ৬৯ 

গোবিন্দ-ভগিনী নামে ছলিনু কংসেরে ॥৭০ 

যোগেশ-যোগিনী নাম যোগীর গোচর। ৭১ 

মৃগাঙ্ক-বদনী নাম শশাঙ্ক-নগর ॥৭২ 

গোমাতা নামেতে আমি রক্ষি গো গোধন। ৭৩ 

গান্ধারী নামেতে করি আর্তেরে পালন ॥৭৪ 

দক্ষযজ্ঞ ধ্বংসি নাম যজ্ঞবিনাশিনী।৭৫ 

হিমালয়ে জন্মি তাই গিরিশ-নন্দিনী ।।৭৬ 

নৃমুণ্ডমালিনী নাম নৃমুণ্ড ধরিয়া।৭৭ 

কপালিনী নাম ধরি আনন্দে মজিয়া ॥৭৮

শিবের প্রেয়সী বলি নাম শিবদারা।৭৯

কপালমালিকা নামে কালভয়হরা ॥৮০

কালরাত্রি নামে করি কালেরে দমন। ৮১

ত্রিদিব-জননী নামে রক্ষি সুরগণ ॥৮২

ভক্তিবিধায়িনী নামে ভক্তি দান করি।৮৩

সর্ব্বার্থসাধিনী নামে অনর্থ নিবারি ॥৮৪

লীলাবতী নামে করি লীলায় বিহার। ৮৫

চন্দ্রমুখী নাম খ্যাত বিশ্বের মাঝার ॥৮৬

অনুপমা নাম ধরি তন্ত্রের ভিতরে। ৮৭

সর্ব্বযোগেশ্বরী নাম যোগীর গোচরে ॥৮৮

কলুষনাশিনী নাম রাখে দেবঋষি। ৮৯

সখীগণপাশে আমি হই শ্যামা-শশী ॥৯০

বিকারবিহীনা মোরে বলে সিদ্ধগণ। ৯১

জলধি-নন্দিনী আমি জলধি-সদন ॥৯২

সত্যলোকে হই আমি সত্যস্বরূপিণী। ৯৩

আমিই কালের পাশে কাল-সীমন্তিনী ॥৯৪

বাঞ্ছা পূর্ণ করি বলি বাঞ্ছাদাত্রী নাম। ৯৫ 

গুণময়ী নাম মোর খ্যাত সৰ্ব্বধাম॥৯৬ 

অমলা নামেতে আমি খ্যাত চরাচরে। ৯৭ 

অজয়া নামেতে খ্যাত পাতাল নগরে ॥৯৮ 

অষ্টকলা নামে ডাকে ভুজঙ্গমগণ। ৯৯ 

তক্ষকেশী নাম মোর তক্ষক-সদন।১০০ 

কর্কোটক নাগ মোরে কর্কটেশী কয়। ১০১ 

ধনঞ্জয়েশ্বরী নাম কহে ধনঞ্জয়॥১০২ 

মহাপদ্ম নাগ ডাকে পদ্মেশ্বরী বলি। ১০৩ 

কুলীর-ঈশ্বরী বলি ডাকে মোরে কুলী ॥১০৪ 

শঙ্খেশ্বরী নাম রাখে শঙ্খ ভুজঙ্গম।১০৫ 

ডাকিনীদমনী কহে ডাকিনীর গণ৷১০৬ 

হাকিনীগণেরা কহে হাকিনী-ঈশ্বরী। ১০৭ 

ডামর তন্ত্রেতে নাম জানিবে ডামরী ॥১০৮ 

অষ্টোত্তর শতনাম করিনু কীৰ্ত্তন। 

জয়া বিজয়া এবে করিলে তো শ্রবণ।

|| ফলশ্রুতি ||

অষ্টোত্তর-শতনাম করিলে শ্রবণ। 

ভক্তিভরে কিম্বা যদি করে অধ্যয়ন ৷৷ 

শোক তাপ কভু নাহি থাকে তার ঘরে। 

রাজভয় ব্যাধিভয় চলি যায় দূরে ৷৷ 

দীর্ঘজীবী হয় ইহা করিলে শ্রবণ। 

অন্তকালে গতি তার অমর-ভবন ৷৷ 

শমন তাহার পাশে আসিতে না পারে।

ডঙ্কা মারি যায় চলি ভবপারাপারে ৷৷

তাই বলি ভক্তি করি শুন সর্ব্বজন।

দুর্গা দুর্গা বলি কর সফল জীবন৷৷

সমাপ্ত

Daily Durga Puja at home: আরোতি পর্ব

মাদূর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করে, আরতি  পর্ব শুরু করতে হবে।

প্রতিদিন পূজার শেষে, মাদূর্গার কাছে প্রণাম করে নিজের মনের বাসনা জানাতে হবে এবং মাকে পূজা গ্রহণ করার জন্য প্রার্থনা করতে হবে। পুজোর ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিতে হবে।

aroti
Source: Belur Math

Daily Durga Puja at home: নিত্য ঘরোয়া দূর্গাপূজা সমাপ্ত

Bipodtarini Puja vidhi at home: ঘরে করুন বিপদতারিনী পূজা

Bipodtarini Puja vidhi at home

মা দূর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকটনাসিনীর একটি রূপ হলেন বিপুদতারিণীমা।

ভক্তি মনে নিষ্ঠা ভরে এই বিপদতারিনী পূজা করলে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে  করা হয়। খুব সহজেই ঘরে করুন এই বিপদতারিনী পূজা (Bipodtarini puja vidhi at home)।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর আষাঢ় মাসে এই বিপুদতারিণীমার পূজা হয়।

Table of Contents

Bipodtarini puja vidhi at home
Source: Rajpur Bipodtarini Temple

Bipodtarini Puja vidhi at home: ঘরোয়া পূজা পক্রিয়া

Bipodtarini Puja vidhi at home: ঘরোয়া পূজার উপকরণ

  • ঘট, আম পল্লভ, সিস্ ডাব, শাঁখা-পোলা, আলতা, সিঁদুর, পৈতে, গামছা, চাঁদমালা।
  • লাল কায়তন, দূর্বা, 13 -টা পান, 13 -টা সুপারি, 13 -টা এলাচী, 13 -টা লবঙ্গ, লাল বাতাসা, চাল,ডাল, আলু।
  • 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল, লাল পদ্ম ফুল, অপরাজিতা ফুল।
  • গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল।
উপকরণ

Bipodtarini Puja vidhi at home: আচমন পর্ব

পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। “নমঃ বিষ্ণু” মন্ত্র তিনবার বলে জল ওষ্টকণ্ঠে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে বিষ্ণুমন্ত্র স্মরণ করে নিতে হবে।

Bipodtarini Puja vidhi at home: পুষ্পশুদ্ধি

পূজার বেলপাতা, ফুল সবগুলোর উপর লাল চন্দন ছিটিয়ে দিতে হবে। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র পড়ে।

পুষ্পশুদ্ধি

Bipodtarini Puja vidhi at home: আসন প্রতিষ্ঠা

এবার একটি কাঠের জলচৌকি নিতে হবে। জলচৌকির উপর একটি আল্পনা অঙ্কন করে নিতে হবে। আর তার উপর লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল রঙের কাপড়টির উপর গঙ্গাজল, গোলাপজল ছিটিয়ে সামান্য আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাঁপড়ি ছিটিয়ে দিতে হবে।  

লাল রং মায়ের অত্যন্ত প্রিয়। এবার যদি মায়ের কোন পট থাকে সেটি জলচৌকির উপর বসিয়ে, সামনে মায়ের ঘট বসাতে হবে।

Bipodtarini Puja vidhi at home: দীপ প্রজ্বলন

ঘট  বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরো ভালো হয়। আর একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারলে আরো ভালো।

প্রদীপ

Bipodtarini Puja vidhi at home: ঘট স্থাপন

পুজোর ঘটে, সিস্ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। সিস্ ডাব না থাকলে হরিতকি বেবহার করা যেতে পারে। আম্র পল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। ঘটের সুপোরিতে সিঁদুর ফোঁটা দিতে হবে। আমপল্লভ পাঁচটি অথবা সাতটি অথবা নটি পাতাযুক্ত হতে হবে।

ঘটটি জলপূর্ণ করে, তার মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁট, দুর্বা, একটি এক টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। আম্র পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। 

লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আমপল্লভের উপর রাখতে হবে। পান পাতার বোঁটার অংশটা ঘটের মঙ্গল চিহ্ন দিকে করে রাখতে হবে।

সিস্ ডাবের উপর গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতে, শাঁখা-পোলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা, আর কিছু ফুল, তিনটি দুর্বা তিনটি  বেলপাতা দিতে হবে।

সবশেষে গঙ্গামাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে তার উপর সিঁদুর ফোটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাঁপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘটটি উলো ধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে। 

ঘট স্থাপন

Bipodtarini Puja vidhi at home: পূজা শুরু

|| নারায়ণাদির অর্চনা ||

প্রতিটি  মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের উপর নিবেদন করতে হবে।

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ 

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরুবে নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ

নমঃ বিপত্তারিণী দুর্গায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবই নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ স্বরস্বত্যৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ কার্তিকেয় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ সর্ব দেবদেবীভ্যনম নমঃ

|| গুরু প্রণাম ||

মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্রে ঘটের উপর নিবেদন করতে হবে।

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্।

তৎপদাং  দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

|| ঘণ্টা পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে পূজার ঘন্টার উপর ছিটিয়ে দিতে হবে।

ঘণ্টা পূজা মন্ত্র :ওঁ এতে গন্ধপুষ্পে জয়ধ্বনি- মন্ত্র-মাতঃ স্বাহা।

|| গণেশ পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান গনেশের প্রণাম মন্ত্র:- “ও বক্রতুণ্ড মহাকায় সূর্য্যকোটি সমপ্রভ। নির্বিঘ্নং কুরু মে দেব সৰ্ব্বকার্য্যেযু সর্ব্বদা।” উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| ধাগা নিবেদন ||

মা বিপত্তারণীর পুজোয় তেরো সংখ্যাটির বিশেষ তাৎপর্য রয়েছে। মাকে তেরো রকম ফুল দিয়ে এদিন পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। বিপত্তারণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথা রয়েছে। 

প্রথমেই লাল সুতো তেরোবার পাক দিয়ে মাঝখানে তেরোটি দুরবা দিয়ে একটি গিট দিতে হবে। এবার দুই পাশে ছটি ছটি করে গিট দিয়ে এই ধাগাটি প্রস্তুত করা হয়। এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে।

পুজোর শেষে এই লাল ধাগা ছেলেরা ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে যেকোনো ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায়। 

|| আলতা সিঁদুর নিবেদন ||

এবার মাকে শাঁখা ও নোয়া ও আলতা সিঁদুর নিবেদন করতে হবে। মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটি থালায় তেরোটি পান ও তেরোটি সুপারি দিয়ে মাকে নিবেদন করতে হবে। একইসঙ্গে মাকে তেরো রকম ফল ও তেরো রকমের মিষ্টি নিবেদন করতে হবে।

|| বিপদতারিণী পুষ্পাঞ্জলি ||

লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে তিনবার ঘটের উপর নিবেদন করতে হবে। 

বিপত্তারিণীদুর্গে ত্বং সর্বাশুভনিবারিণী। আয়ুরারোগ্যং দেহি মে মাহেশ্বরি প্রসীদ মে।। সর্বদুঃখহরা দেবী সর্বসন্তাপনাশিনী। আয়ুরারোেগ্যং বিজয়ং দেহি দেবি নমোহস্তুতে।। রোগশোকহরা দেবী সর্বসঙ্কটনাশিনী। সর্বস্যার্তিহরে দেবি প্রণমামি পুনঃ পুনঃ।। এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকালৈ ভগবতৈ দুর্গায়ৈ নমঃ।।

|| আরতি পর্ব ||

সাধারণ নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে বিপদতারিনী মাকে আরতি করতে হবে। নিত্যপূজার ক্ষেত্রে এই পাঁচটি জিনিস দিয়েই প্রত্যেকদিন আরতি করা ভালো।

|| বিপদতারিণী ব্রতকথা পাঠ ||

যে স্ত্রীলোক বিপদতারিণী ব্রতকথা পাঠ  করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়।

বিপদতারিণী ব্রতকথা

ব্রতের নিয়ম:- আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতর যে-কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। ঘটস্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজো করতে হয়।

ব্রতের ফল:- এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায়।

ব্রতকথা:- ব্রতকথা-বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তাঁর রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল। তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন। এক মুচিনীর সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। মুচিনীকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী গরিব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন, যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব। কিন্তু চাওয়া আর হয় না। 

একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্যে, দেখব কী রকম। মুচিনী তো আহ্লাদে আটখানা। পরম যত্নে সে গোমাংস রাঁধল। তারপরে কাপড় চাপা দিয়ে তা রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচিনী গোপনে গোমাংস দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে। 

সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন, মুচিনী কী রেখে গেছে। যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গর্দান যাবে। রানী বিপদে পড়লেন। তিনি একমনে ডেকে চললেন মা-দুর্গা বিপত্তারিণীকে। মা-দুর্গা তাকে কানে কানে বললেন, দেখগে সব ফুল হয়ে আছে। রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল। রাজা চাকরকে তিরস্কার করলেন। বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল।

বিপত্তারিণী ব্রতকথা সমাপ্ত

বিপদতারিনী মার কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করে নিতে হবে এবং পুজোয় কোন ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে।

বিপদতারিনী পূজা সমাপ্ত

How to do Laxmi Puja at home: সহজেই লক্ষ্মী পূজা করুন ঘরে

Laxmi Puja at home

ত্রিলোকের সকল সৌভাগ্য শ্রী এবং ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী হলেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Laxmi Puja at home) আরাধনা করা হয়।

যে কোনো পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোর মাহাত্ম্য সর্বাধিক।

বাঙালির প্রতিটি ঘরে এই দিন কোজাগরী লক্ষ্মী পুজো (Laxmi Puja at home) করা হয়। কথিত আছে কোজাগরির লক্ষ্মী পুজোর (Laxmi Puja at home) দিনে দেবী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন।

Table of Contents

Laxmi Puja at home

ঘরোয়া লক্ষ্মীপূজার (Laxmi Puja at home) পদ্ধতি

ঘরোয়া লক্ষ্মীপূজার (Laxmi Puja at home) উপকরণ

  • পঞ্চশস্য, হরীতকী, আতপ চাল, তিল, সিস্ ডাব, অগরু, লক্ষ্মী কড়ি, কপুরের গুঁড়ো।
  • ঘি, দুই, মধু, চিনি, পান, লাল পদ্মফুল, লাল জবার মালা, লাল গুলাপি, লাল গোলাপফুল, বেলপাতা।
  • ছোট গামছা, চাঁদমালা, দুই জোড়া শাখা পলা নোয়া (একজোড়া ঘটের জন্যে আর আরেক জোড়া মাকে নিবেদন করার জন্য), দুটো একটি আলতা, সিঁদুরের কৌটো, গঙ্গা মাটি, হলুদের গাঁট, গোটা সুপারি।
  • গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল।

ঘরোয়া লক্ষ্মীপূজার আচমন পর্ব

পুজোতে (Laxmi Puja at home) বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে বিষ্ণু স্মরণ করে আচমন পর্ব সম্পন্ন করতে হবে।

ঘরোয়া লক্ষ্মীপূজার পুষ্পশুদ্ধিকরণ

লাল গোলাপ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই কোজাগরী লক্ষ্মীপূজোর (Laxmi Puja at home) দিন অবশ্যই অন্তত একটা লাল গোলাপ মাকে নিবেদন করা যেতে পারে।

পূজার বেলপাতা, দূর্বা, ফুল সবগুলোর উপর চন্দন ছিটিয়ে দিতে হবে। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র  পড়ে।

ঘরোয়া লক্ষ্মীপূজার আসন প্রতিষ্ঠা

প্রথমে মেঝেতে আল্পনা অঙ্কন করে নিতে হবে। মালক্ষ্মীকে যেখানে বসাবেন সেখানে একটা আল্পনা অঙ্কন করতে হবে। যদি ঘরে প্রতিষ্ঠিত মালক্ষ্মী থাকে তাহলেও ঘরের মেঝেতে আসনের সামনে এবং ঘরের প্রবেশ দরজার সামনে, ঠাকুর ঘরের দরজার সামনে আলপনা অঙ্কন করে নিতে হবে। 

আর যদি আলাদা ভাবে মালক্ষ্মীর পূজা (Laxmi Puja at home) করতে হয় তাহলে একটি পরিষ্কার কাঠের জলচোকির বা পিঁড়ির  ওপর গঙ্গাজল ছিটিয়ে একটি লাল কাপড় বিছিয়ে নিতে হবে। 

এই কাপড়ের ওপর কিছুটা গঙ্গাজল, আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে নিতে হবে। তারপর আসনের ওপর মালক্ষ্মীর ছবি অথবা মূর্তি স্থাপন করতে হবে।

ঘরোয়া লক্ষ্মীপূজার স্নানাভিষেক

মাটির মূর্তিতে পুজো করলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো সম্ভব নয়। সেক্ষেত্রে জলশঙ্খে গঙ্গাজল লাল চন্দন বেটে ছিটিয়ে দিতে হবে সেই গঙ্গাজলের মধ্যে তারপর সেই শঙ্খের গঙ্গাজলে লাল চন্দন সহযোগে একটি ফুল দিয়ে মালক্ষ্মী প্রতিমার সামনে তিনবার ঘড়ির কাটার মতো গড়িয়ে সেই জল একটি বাটিতে ঠেলে নিতে হবে।  পরে ওই জল কোনো ফুল গাছের নিচে অথবা জলাশয়ে ফেলে দিতে হবে 

মালক্ষ্মীর ছবির ক্ষেত্রে একটা পরিষ্কার শুকনো সুতির কাপড় নিতে হবে। কাপড়ের ওপর কিছুটা গঙ্গাজল দিয়ে সামান্য অগরু আর কিছুটা গোলাপ জল দিয়ে মা লক্ষ্মীকে এবং মায়ের বাহনকে সুন্দর করে মুছে নিতে হবে।

আর মালক্ষ্মীর পিতলের মূর্তিতে পুজো করলে সেক্ষেত্রে পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে মায়ের অভিষেক করিয়ে নেওয়া যাবে।

**পঞ্চামৃত তৈরী করার পক্রিয়া:-  একটি ঘটে একটু গঙ্গা জল, একটু দই , একটু ঘি, মধু এবং চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিতে হবে। তারপর সেই মিশ্রনে একটু অগরু এবং কিছু ফুলের পাঁপড়ি দিতে হবে। লাল চন্দন বেঁটে একটু ছিটিয়ে দিতে হবে।

ঘরোয়া লক্ষ্মীপূজার সিঙ্গার করা

সিঙ্গার করা

মালক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা দিতে হবে। লাল চন্দনের তিলক মায়ের কপালে এবং চরণে দিতে হবে, একই সঙ্গে মায়ের বাহন পেঁচার কপালে এবং চরণে লাল চন্দনের তিলক দিয়ে দিতে হবে।

মায়ের এক পাশে আমি রেখেছি জল শঙ্খ এবং আরেক পাশে ধানের ছড়া আর সিঁদুরের কৌটো রাখতে হবে।

লক্ষ্মী পাঁচালি ও ব্রতকথা বই দুটো মালক্ষ্মীর পাশে রাখতে হবে। মাকে এই বিশেষ দিনে আপনি চাইলে একটি নতুন শাড়ী, একটা নতুন আলতা আর নতুন সিঁদুর নিবেদন করলে ভালো। 

ঘরোয়া লক্ষ্মীপূজার দীপ ধুপ জ্বালানো

মালক্ষ্মীর পুজো (Laxmi Puja at home) শুরু করার আগে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। মালক্ষ্মীর তিলের তেলের প্রদীপ খুব প্রিয়। এটা বিশ্বাস করা হয় তিলের তেলের প্রদীপ ঘরে প্রজ্বলন করলে শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। সাধারণ পূজাতেও তিলের তেল জ্বালানো যায়। প্রদীপের পাশাপাশি দধূপকাঠি, ধুপ জ্বালিয়ে নিতে হবে। ঘি এর প্রদীপ ও জ্বালানো যেতে পারে এই বিশেষ পুজোর দিনে। 

দীপ ধুপ জ্বালানো

ঘরোয়া লক্ষ্মীপূজার (Laxmi Puja at home) ঘট প্রতিষ্ঠা

প্রথম স্তর

পুজোর (Laxmi Puja at home) ঘটে, সিস্ ডাবে তেল সিঁদুর দিয়ে সস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। আম্র পল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। আমপল্লভ পাঁচটি অথবা সাতটি অথবা নটি পাতাযুক্ত হতে হবে।

ঘটটি জলপূর্ণ করে, ঘটে সামান্য গোলাপ জল, একটি হরিতকী, একটা হলুদের গাঁট, একটা গোটা সুপারি, তিনটি দূর্বা, একটি এক টাকার কয়েন বা একটি লক্ষ্মী কড়ি এবং একটু আতপ চাল দিয়ে দিতে হবে।

দ্বিতীয় স্তর

পাঁচটি বা সাতটি বা নটি পাতাসহ একটা আমপল্লব আমি ঘটের ওপর রাখতে হবে। লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আমপল্লভের উপর রাখতে হবে। পান পাতারের বোঁটার অংশটা এই ঘটের সস্তিক চিহ্ন বরাবর রাখতে হবে। পান পাতার উপর সিস্ ডাব রাখতে হবে। 

সিস্ ডাবের উপর গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি  পৈতে, শাঁখা-পোলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা, আর কিছু ফুল, একটি লাল পদ্মফুল এবং তিনটি দুর্বা তিনটি  বেলপাতা দিতে হবে।

(সিস্ ডাবের পরিবর্তে কলা, গোটা হরিতকী বা গোটা সুপারি দিয়েও মা লক্ষ্মীর ঘর স্থাপন করা যায়।)

গঙ্গামাটি গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে ভিজিয়ে একটি ময়াম বানিয়ে তার উপর সিঁদুর ফোটা, পঞ্চশস্য, আতপ চাল, কিছুটা ধান, ফুলের পাঁপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘটটি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে স্থাপন করতে হবে। 

মার পূজার (Laxmi Puja at home) ঘটের সামনে একটি কাঁসার ছোট বাটি রাখতে হবে। তার মধ্যে অর্ঘ্য প্রদান করতে হবে।

mongol ghot

ঘরোয়া লক্ষ্মী পূজা (Laxmi Puja at home) শুরু

|| নারায়ণাদির অর্চনা ||

এই প্রক্রিয়াটি বিশদভাবে ঘরোয়া পূজার সাধারণ নিয়মে উল্লেখ করা হয়েছে। 

|| গুরু প্রণাম ||

মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্রে ঘটের উপর নিবেদন করতে হবে।

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্।

তৎপদাং  দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

|| গনেশ পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান গনেশের প্রণাম মন্ত্র:- “ও বক্রতুণ্ড মহাকায় সূর্য্যকোটি সমপ্রভ। নির্বিঘ্নং কুরু মে দেব সৰ্ব্বকার্য্যেযু সর্ব্বদা।” 

উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে

ধ্যানমন্ত্র:- বালার্ক দ্যুতিমিন্দুখণ্ড বিলসৎসকোটীর হারোজ্জ্বলাং রত্নাকল্পবিভূষিতাং কুচনতাং শালেঃ করে মঞ্জরীম্। পদ্মং কৌস্তুভ-রত্নমপ্যবিরতং সংবিভ্রতীং সস্মিতাং ফুল্লান্তোজবিলোচনত্রয়যুতাং ধ্যায়েৎ পরামম্বিকাম্।।” 

উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি নিবেদন ||

হাতে কিছু লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে ঘটে উপর তিনবার নিবেদন করতে হবে।

পুষ্পাঞ্জলি মন্ত্র:-

“নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপ নানাং

সামে ভয় দর্চনা এস সচন্দন গন্ধপুষ্প

বিল্যপত্রাঞ্জলি নমঃ শ্রীলক্ষ্মী দেব্যৈ নমঃ”

|| মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান 

প্রণামমন্ত্র:- “ওঁ (নমো) বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সৰ্ব্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে।।” 

উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান 

প্রার্থনা মন্ত্র:-

“লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যস স্থিরাভাব তথা

দেবী মম জন্মী জন্মী, বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী

দারিদ্র্য দুঃখ নাসিনী ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী”

উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র ||

Laxmi puja at home

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান 

স্তোত্র:-

ও ত্রৈলোক্য পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথাভবময় স্থিরা।

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মধারিণী।

দ্বাদশ শৈতান নামানি লক্ষ্মী সংপূজ্য জঃ পটে স্থিরা লক্ষ্মীর ভবে

তস্য পুত্র দ্বারা দিভিসহ।

উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

ঘরোয়া লক্ষ্মীপূজার আরতি পর্ব

সাধারণ নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মালক্ষ্মীকে (Laxmi Puja at home) আরতি করতে হবে।

মালক্ষ্মীর কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করে নিতে হবে এবং পুজোয় কোন ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে।

ঘরোয়া লক্ষ্মীপূজা (Laxmi Puja at home) সমাপ্ত

FAQs:-

লক্ষ্মীর ঘট স্থাপন মন্ত্র

ঘট স্থাপন মন্ত্র পূজা বিশেষে আলাদা হয়না। একই মন্ত্রে ঘট স্থাপন করে যেকোনো পূজা সম্পন্ন করা যায়। ঘট স্থাপন করার মন্ত্র এইরূপ- ওঁ সর্বতীর্থোদ্ভবং বারি সর্বদেবসম্বন্বিতম। ইমং ঘটং সমারুহ্য তিষ্ট দেবি গনৈঃ সহ।

আবার ঘট স্পর্শ করিয়া তিনবার এই মন্ত্র বলতে হবে- ওঁ স্থাং স্থীং স্থিরৌ ভব, তারপর আবার তিনবার এই মন্ত্র বলতে হবে-  ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ॥ তারপর হাতজোড় করে প্রণাম করতে হবে।

আচমন অথবা শুদ্ধি করণের করার আরেক নাম বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণ মন্ত্র  বিশদে উল্লেখ করা আছে আমাদের ঘরোয়া পূজার সাধারণ নিয়ম পেইজটিতে। বিষ্ণু স্মরণ পক্রিয়া থেকে মন্ত্র সব কিছু উল্লেখ আছে।

How to do Annapurna Puja at home: সরল পদ্ধতিতে করুন অন্নপূর্ণা পূজা ঘরে

annapurna puja at home

হিন্দু পুরাণ মতে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অন্নপূর্ণা দেবীর পূজা হয়ে থাকে।এই তিথিতে মা অন্নপূর্ণার বিশেষ পুজো (Annapurna Puja at home) আরাধনা করুন আপনার ঘরে। অন্নপূর্ণা দেবী অন্ন প্রদান করেন এবং তিনি সকলের দুঃখকষ্ট নিবারণ করেন।

মা অন্নপূর্ণা হলেন দ্বিভুজা, তার এক হাতে অন্ন এবং অন্য হাতে হাতা। দেবী পার্বতীরই এক রূপ হলেন দেবী অন্নপূর্ণা। ক্ষুধার্থ এবং ভিক্ষারত মহাদেবকে অন্ন প্রদান করে দেবী পার্বতী দেবী অন্নপূর্ণার নাম পেয়েছিলেন।

Table of Contents

মনে করা হয় যে গৃহে দেবী অন্নপূর্ণার পুজো করা হয় সেই গৃহে কখনও অন্নাভাব হয় না। বাংলায় অন্নপূর্ণা পুজো শুরু করেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। আবার অনেকে বলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই বাংলায় অন্নপূর্ণা পুজোর সূচনা হয়।

ঘরোয়া অন্নপূর্ণাপূজার (Annapurna Puja at home) পদ্ধতি

Annapurna Puja at home

ঘরোয়া অন্নপূর্ণাপূজার উপকরণ

  • চাঁদমালা, দুটো পৈতে, সিদ্ধি, আতপ চাল, সিঁদুর, মধু, পঞ্চশস্য, ঘি, দুধ, চারটি সুপোরি, দুটো পান, গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি, গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল। ।
  • মুগডাল, আলু, পটল, বেগুন, কুমড়ো।
  • ঘট, গামছা, সিস্ ডাব, দুই জোড়া শাঁখা-পোলা, আলতা, শাড়ি, লাল রঙের ওড়না।
  • মিষ্টি, চিড়ে, বাতাসা, নাড়ু।
  • আম পল্লভ, লাল জবার মালা, লাল পদ্ম ফুল, বেল ফুলের মালা, অন্য ফুল, বেলপাতা।

অন্নপূর্ণা পূজার আচমন পর্ব

পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে।

বিষ্ণুমন্ত্র:-

ওঁ তদবিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি স্বরয়ঃ। 

দিবীব চক্ষুরাততম্ !!

ওঁ অপীবত্র: পবিত্রো বা সর্বাবস্থ্যাং গতোহপি বা। 

যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরশুচীঃ ।।

একটা পাত্রে গঙ্গা জলের সঙ্গে লাল চন্দন, অগরু আর কপুরের গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা পুজোর ফুল,বেলপাতা, দুর্বা, মালা ইত্যাদির ওপর ছিটিয়ে দিতে হবে।

অন্নপূর্ণা পূজার পুষ্পশুদ্ধি

পুষ্পপাত্রে পুষ্পগুলি স্পর্শ করে পুষ্পশুদ্ধি করতে হবে।

অন্নপূর্ণা পূজার আসন প্রতিষ্ঠা

প্রথমে মেঝেতে আল্পনা অঙ্কন করে নিতে হবে। অন্নপূর্ণামাকে যেখানে বসাবেন সেখানে একটা আল্পনা অঙ্কন করতে হবে।

একটি পরিষ্কার কাঠের জলচোকির  ওপর গঙ্গাজল ছিটিয়ে একটি লাল কাপড় বিছিয়ে নিতে হবে। এই কাপড়ের ওপর কিছুটা গঙ্গাজল, আতপ চাল এবং ফুলের পাপড়ি ছিটিয়ে নিতে হবে । তারপর আসনের ওপর অন্নপূর্ণামার ছবি অথবা মূর্তি স্থাপন করতে হবে

অন্নপূর্ণা পূজার দীপ ধুপ জ্বালানো

পুজো শুরু করার আগে একটি ঘিয়ের প্রদীপ এবং তিনটি ধূপকাঠি ধরিয়ে নিতে হবে। অন্নপূর্ণামা যেহুতু মা দুর্গার একটি অন্য রূপ। মাদুর্গার মাটির প্রদীপ খুব প্রিয়, তাই পুজো শুরু করার আগে একটি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালালে মা খুব প্রসন্ন হন।

puja deep

অন্নপূর্ণা পূজার স্নানাভিষেক

একটি পরিষ্কার সুতির কাপড়ে সামান্য গঙ্গাজল, সামান্য গোলাপজল এবং কিছুটা অগরু নিয়ে অন্নপূর্ণামার ছবিটি সুন্দর করে মুছে নিতে হবে। আর যদি ঘরে প্রতিষ্ঠিত মূর্তি থাকে তাহলেও একই ভাবে মাকে স্নানাভিষেক করা যাবে। সেই মূর্তি যদি মাটির হয় সেক্ষেত্রে জলশঙ্খের মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, অগরু, কিছু ফুলের পাঁপড়ি দিয়ে মায়ের মূর্তির সামনে আরতি করার মতো করে ঘোরাতে হবে তিনবার। 

অন্নপূর্ণা মাকে সিঙ্গার করা

স্নানাভিষেকের পর অন্নপূর্ণামাকে লাল চন্দনের তিলক, সিঁদুরের ফোটা দিতে হবে। শিবঠাকুরকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিতে হবে। একটি লাল রঙের ওড়না মার ছবির উপর দিয়ে দিতে হবে। একটি চাঁদমালা একইভাবে মার ছবির উপর দিয়ে দিতে হবে। মহাদেবের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করতে হবে। 

ঘট প্রতিস্থাপন

পুজোর ঘটে, সিস্ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। আম্র পল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। ঘটের সুপোরিতে সিঁদুর ফোঁটা দিতে হবে। আমপল্লভ পাঁচটি অথবা সাতটি অথবা নটি পাতাযুক্ত হতে হবে।

ঘটটি জলপূর্ণ করে, তার মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁট, দুর্বা, একটি এক টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। আম্র পল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। 

লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আমপল্লভের উপর রাখতে হবে। পান পাতার বোঁটার অংশটা এই ঘটের মঙ্গল চিহ্ন বরাবর রাখতে হবে।

সিস্ ডাবের উপর গামছা, একটা পৈতে, শাঁখা-পোলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা, আর কিছু ফুল, তিনটি দুর্বা তিনটি  বেলপাতা দিতে হবে।

সবশেষে গঙ্গামাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে তার উপর সিঁদুর ফোটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাঁপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘটটি উলো ধ্বনি দিয়ে স্থাপন করতে হবে। 

mongol ghot

অন্নপূর্ণা পূজার চাল, সিদ্ধি নিবেদন

মাঅন্নপূর্ণা এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে সিদ্ধি, চাল, ডাল নিবেদন করতে হবে। একটি বাটিতে দুধ, মধু ও কিছুটা ভাং মিশিয়ে বাবা মহাদেবকে নিবেদন করতে হবে।

sidhi nibedon

অন্নপূর্ণা পূজা শুরু

|| নারায়ণাদির অর্চনা ||

প্রতিটি  মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের উপর নিবেদন করতে হবে।

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ 

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরুবে নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ লাক্সমীদেবই নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ স্বরস্বত্যৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ কার্তিকেয় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ সর্ব দেবদেবীভ্যনম নমঃ

|| গুরু প্রণাম ||

মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্রে ঘটের উপর নিবেদন করতে হবে।

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্।

তৎপদাং  দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

|| ঘণ্টা পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে পূজার ঘন্টার উপর ছিটিয়ে দিতে হবে।

ঘণ্টা পূজা মন্ত্র :ওঁ এতে গন্ধপুষ্পে জয়ধ্বনি- মন্ত্র-মাতঃ স্বাহা।

|| গণেশ পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে ভগবান গনেশের প্রণাম মন্ত্র উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

|| অন্নপূর্ণার ধ্যান মন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে।

ধ্যান মন্ত্র: “রক্তাং বিচিত্রবসনাং নবচন্দ্রচূড়ামন্নপ্রদান-নিরতাং স্তনভার নম্রাম্। নৃত্যন্তমিন্দুশকলাভরণং বিলোক্য হৃষ্টাং ভজে ভগবতীং ভবদুঃখহন্ত্রীম্।।”

তারপর হাত জোড় করে অন্নপূর্ণার প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে।

প্রণাম মন্ত্র: “অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর-প্রাণবল্লভে। জ্ঞানবৈরাগ্যসিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমোহস্তুতে।”

|| অন্নপূর্ণার পূজা মন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত অন্নপূর্ণার পূজা মন্ত্র উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে। 

অন্নপূর্ণার পূজা মন্ত্র: “ওঁ সায়ুধায়ৈ সবাহনায়ৈ সালঙ্কারায়ৈ সপরিবারায়ৈ। ওঁ হ্রিং অন্নপূর্ণায়ৈ পরমেশ্বয্যে নমঃ।। ওঁ অন্নপূর্ণায়ৈ দেব্যৈ নমঃ”

|| অন্নপূর্ণার মূলমন্ত্র ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত অন্নপূর্ণার মূলমন্ত্র মন্ত্র উচ্চারণ করে ঘটে নিবেদন করতে হবে। 

অন্নপূর্ণার মূলমন্ত্র মন্ত্র: “হ্রীং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা :”

|| অন্নপূর্ণা পূজার পুষ্পাঞ্জলি ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল, তিনটি দূর্বা ও বেলপাতা নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত অন্নপূর্ণার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে তিনবার ঘটে নিবেদন করতে হবে।

পুষ্পাঞ্জলি মন্ত্র: “ওঁ অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করা প্রানভল্লভে। জনা ভৈরাগ্যা সিদ্ধারত্যম ভিক্ষ্যম দেহি নমোহস্ততে।।”

|| অন্নপূর্ণা প্রণাম মন্ত্র ||

হাত জোড় করে নিম্নলিখিত প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম জানাতে হবে। 

আরতি পর্ব

সাধারণ নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মা অন্নপূর্ণাকে আরতি করতে হবে।

নিত্যপূজার ক্ষেত্রে এই পাঁচটি জিনিস দিয়েই প্রত্যেকদিন আরতি করা ভালো। প্রতিটি দ্রব্য দিয়ে পাঁচ থেকে সাতবার আরতি করতে হবে।

মা অন্নপূর্ণার কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করে নিতে হবে। মাকে পূজা গ্রহণ করার জন্য আবেদন করতে হবে এবং পূজার কোন ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।

অন্নপূর্ণা পূজা সমাপ্ত

How to do Hanuman Jayanti at home: এখন ঘরে করুন হনুমান জয়ন্তী খুব সহজেই

hanuman jayanti at home

পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সবথেকে বড় ভক্ত হলেন শ্রী হনুমান। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রামনবমীর ঠিক ছয়দিন পর শ্রীহনুমানজি জন্মগ্রহণ করেছিলেন।তাই এই বিশেষ তিথিতেই হনুমান জয়ন্তী (Hanuman Jayanti at home) পালন করা হয়।

মনে করা হয় হনুমানজি অমর। কলিযুগের জাগ্রত দেবতারূপে হনুমানজির পুজো করা হয়। ছেলে মেয়েরা নির্বিশেষে হনুমানের পূজা করতে পারেন।

Table of Contents

Hanuman Jayanti at home

ঘরোয়া হনুমান জয়ন্তী (Hanuman Jayanti at home) পূজা পর্ব

সনাতন হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী জীবনের সকল বাধা বিপত্তি এবং সংকট কাটিয়ে উঠতে শ্রীহনুমানজি আমাদের সহায়তা করেন। তাই তো তিনি সংকটমোচন শ্রী হনুমান। হনুমান জয়ন্তীতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী হনুমানজির পুজো (Hanuman Jayanti at home) করলে তিনি ভক্তকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। আচমন করা হচ্ছে যেকোনো পূজা শুরু করার প্রথম ধাপ।

যে কোনো পূজা শুরুর পূর্বে নিজেকে শুদ্ধ করে নেওয়া উচিৎ। এই শুদ্ধ করে নেওয়ার পক্রিয়াকে আচমন ক্রিয়া বলে। আচমনের জন্য বিষ্ণু নাম স্মরণ করে এই পক্রিয়া সম্পাদন করতে হবে। আচমনের পদ্ধতিটি বিস্তারিত ভাবে আমাদের Ghoruapujaঘরোয়াপূজার সাধারণ নিয়ম পেইজটিতে  উল্লেখ করা হয়েছে।

পুষ্পশুদ্ধি প্রক্রিয়াটি ঘরোয়াপূজার- ঘরোয়াপূজার সাধারণ নিয়ম পেইজটিতে  উল্লেখ করা হয়েছে। সেখানে পূজার সকল অত্যাবশ্যক পক্রিয়াগুলি সুন্দর ও সহজভাবে ব্যখ্যা করা হয়েছে।

ঘরোয়া হনুমান জয়ন্তী আসন প্রস্তুতি

যদি ঘরের আসনে প্রতিষ্টিত হনুমান ঠাকুর থাকেন সেটা ছবি বা মূর্তি যেভাবেই হউক, তা সবসময় লাল রঙের কাপড় পেতে বসাতে হবে। 

আর যদি আলাদা আসন পেতে পূজা করতে হয় তাহলে একটি পরিষ্কার কাঠের পিঁড়ির ওপর গঙ্গাজল ছিটিয়ে লাল রঙের কাপড় পেতে নিতে হবে। তার ওপর আরো কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিতে হবে। এইভাবে হনুমানজির পূজার আসন প্রস্তুত করে নিতে হবে। 

ঘরোয়া হনুমান জয়ন্তী প্রদীপ প্রজ্জ্বলন

প্রত্যেক বিশেষ পুজোর মতোই হনুমান জয়ন্তীর দিন (Hanuman Jayanti at home) হনুমানজির উদ্দেশ্যে নতুন মাটির প্রদীপ প্রজ্বোলন করতে হয়। প্রদীপের লাল রঙের সলতে ব্যবহার করা খুব শুভ। লাল রঙের সলতে না পাওয়া গেলে সাদা রঙের সলতে ব্যবহার করে যেতে পারে।

প্রদীপে চামেলির তেল বা ঘি দেওয়া হয়। চামেলির তেল বা ঘি ছাড়াও সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালানো যায়। প্রদীপে তিনটে মেটে সিঁদুরের ফোঁটা দিতে হবে। একই সঙ্গে ধূপকাঠি, ধূপ ও ধরিয়ে নিতে হবে।

ঘরোয়া হনুমান জয়ন্তী স্নানাভিষেক পর্ব

তার জন্য একটি পাত্রের ওপর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে হনুমানজির মূর্তিটি বসিয়ে নিতে হবে। পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করতে হবে।

একটি পাত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে করে হনুমানজির পূজার মন্ত্র “ওঁ হনুমতে নমঃ” স্মরণ করতে করতে ঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করে নিতে হবে।

এরপর পরিষ্কার জল দিয়ে আমি হনুমানজির বিগ্রহটি ধুয়ে নিয়ে একটি সূতির পরিষ্কার কাপড় দিয়ে মূর্তিটি মুছে নিয়ে আসনে বস্তাতে হবে। 

যদি ছবি থাকে সেক্ষেত্রে একটি পরিষ্কার কাপড় গোলাপ জল, গঙ্গাজল অগরু মিশ্রিত জলে ভিজিয়ে ভালো করে শুকিয়ে নিতে হনুমানজিৎ ছিবিটি মুছে নিতে হবে।

ঘরোয়া হনুমান জয়ন্তী (Hanuman Jayanti at home) পুজো শুরুর পর্ব

Hanuman Jayanti at home: শ্রীরামচন্দ্রের পুজো

শ্রী হনুমানজির পুজো (Hanuman Jayanti at home) শুরু করার আগে আমাদের শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হয়। যদি ঘরে ভগবান শ্রীরামচন্দ্রের কোনো বিগ্রহ বা ছবি থাকে আগে সেখানে পুজো করে নিয়ে তারপর হনুমানজির পুজো শুরু করতে হবে।

যদি ঘরে শ্রীরামচন্দ্রের কোনো বিগ্রহ বা ছবি না থাকে তাতে কোনো অসুবিধা নেই কুলগুরুকে শ্রীরামচন্দ্র জ্ঞানে পুজো করে নিতে পারেন। শ্রীরামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সবজাগায় সবকিছুতে বিরাজমান। 

শ্রীরামচন্দ্রের পুজো
Source: Belur Math

আমরা এখানে ধরে নিচ্ছি আপনার ঘরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ আছে। প্রথমে শ্রীরামচন্দ্রকে শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিতে হবে।  শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিতে হবে।

শ্রীরামচন্দ্রের পূজার মন্ত্র:- ওঁ শ্রীরামচন্দ্রায় নমঃ

শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল আমি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে। 

হনুমানজির বুকেই শ্রীরামচন্দ্র থাকেন, তাই হনুমানজির বিগ্রহের বুকে শ্বেতচন্দন সহযোগে একটি তুলসীপাতা আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে।

হাত জোড় করে আমি শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি।

শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র:- 

রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে।  

রঘুনাথায় নাথায় সীতায়াহ পতয় নমঃ।।

শ্রীরামচন্দ্রের পূজা সমাপ্ত

ঘরোয়া হনুমান জয়ন্তী মূল পুজো শুরু

শ্রীরামচন্দ্রের পুজো সম্পন্ন করে হনুমানজির পুজো (Hanuman Jayanti at home) শুরু করতে হবে। প্রথমে হনুমানজিকে মেটে সিঁদুরের (কমলা রঙের) তিলক পরিয়ে দিতে হবে। মেটে সিঁদুর না থাকলে লাল রঙের সিঁদুর ব্যবহার করা করা যেতে পারে। তারপর ভগবান হনুমানকে লাল চন্দনের তিলক এবং পৈতে নিবেদন করতে হবে।

হনুমানজির পুজোয় (Hanuman Jayanti at home) একটি লাল জবার মালা, লাল চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করে দিতে হবে। ভগবান হনুমানের গোলাপ ফুল অত্যন্ত ভালোবাসেন, গোলাপের মালা হনুমানজিকে নিবেদন করা যেতে পারে।

hanuman puja

যদি সম্ভব হয় তোমরা হনুমান জয়ন্তীর দিন একটা ছোট্ট পিতলের গদা বা একটা ছোট্ট রুপোর গদা হনুমানজিকে উপহারস্বরূপ নিবেদন করতে পারো। উনি এতে অত্যন্ত খুশি হন।

সম্ভব হলে হনুমানজির জন্য একটি অশথ পাতার মালা তৈরি করে নিবেদন করা যেতে পারে। পাঁচ, সাত অথবা এগারোটি অশথ পাতা দিয়ে একটি মালা তৈরী করে নিতে হবে। অশথ পাতার প্রতিটি পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিতে হবে। 

হনুমানজির পূজার  মন্ত্র “ওঁ হনুমতে নমঃ” পাঠ করতে করতে মালা পরিয়ে দিতে হবে। একই মন্ত্র উচ্চারণ করে হনুমানজির বিগ্রহে বা ছবিতে তিনটি লাল ফুল লাল চন্দন সহযোগে নিবেদন করে দিতে হবে। তারপর হাতজোড় করে শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে।

শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র:-

মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমতং বরিষ্ঠং। 

বাতাতজং বানরযুথং মুখখং শ্রীরামদূতং শীর্ষ নমামি।।

একটি পান পাতার উপর মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একটি গোটা সুপারি, পাঁচটা গোটা লবঙ্গ এবং পাঁচটা গোটা এলাচ সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করতে হবে। পুজোর পরে এগুলি একটা লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দিতে হবে।

ভোগ নিবেদন

ভোগ নিবেদন করার জন্য আমি একটি পানপাতার ওপর গুড় আর ছোলা নিয়ে নিয়ে নিবেদন করতে হবে। গুড় আর ছোলার ভোগ হনুমানজির অত্যন্ত প্রিয়। ফুল এবং তুলসী পাতার সহযোগে মিষ্টি, ফল হনুমানজিকে নিবেদন করতে হবে।

আরতি পর্ব

ভগবান হনুমানকে ধূপকাঠি, ফুল, সরষের তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চ প্রদীপ, দিয়ে নবার করে আরতি করতে হবে।

হনুমান চালিসা পাঠ

হনুমান জয়ন্তীর দিন (Hanuman Jayanti at home) অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে। সম্ভব হলে একুশ থেকে একচল্লিশবার হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। যদি একচল্লিশবার সম্ভব না হয় তাহলে অন্তত এগারোবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে। 

হনুমানজীর পুজোর পরে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমানজির মাতা দেবী অঞ্জনা এবং হনুমানজির আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করা শুরু করতে হবে।

শ্রীহনুমানাষ্টক পাঠ

হনুমান চালিসা পাঠ করা হয়ে যাওয়ার পর শ্রী হনুমানাষ্টক পাঠ করে নিতে হবে। হনুমান চালিসা পাঠ শেষ করে। 

মনে মনে প্রভু হনুমানজিকে পূজা গ্রহণ করার জন্য আবেদন করতে হবে. এই বলে  “হে প্রভু আমার এই পূজা তুমি গ্রহণ করো আর আমাকে তুমার আশীর্বাদ প্রদান করো” করজোড়ে প্রণাম করতে হবে।

এরপর ভগবান হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করে, পুজোয় কোনও ভুলত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। 

দৈনিক হনূমান পূজা

দৈনিক হনূমান পূজায় শ্রী রামচন্দ্রের পূজার প্রয়োজন পড়েনা, শুধু হনূমান চালিশা পাঠ করে পূজা সম্পন্ন করা যায়। নিত্য পূজায় স্নানাভিষেক, তিলক বা শৃঙ্গার, পুষ্প নিবেদন, ও ভোগ আরতি পর্ব শেষ করে চালিশা পাঠ দিয়ে পূজা সম্পন্ন করা যায়।

হনূমান জয়ন্তী পূজা (Hanuman Jayanti at home) সমাপ্ত

How to do Durga Puja at home: সহজ পদ্ধতিতে ঘরে করুন দূর্গা পূজা

Durga puja

আমরা এই নিবন্ধে জানবো কিভাবে আপনার ঘরে Durga Puja (Durga Puja at home) করবেন। অনেকেই চায় নিজেদের ঘরে দূর্গা পূজা (Durga Puja at home) করতে কিন্তু পূজার কঠিন নিয়ম-নীতি আর খরচের কথা ভেবে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ের পূজা করে উঠতে পারেনা।

দূর্গা পূজা (Durga Puja) বাঙালি ও অবাঙালি সবার কাছে আবেগের পূজা। প্রতি বছর দুই সময়ে দূর্গা পূজা (Durga Puja) হয়ে থাকে। বছরের প্রথম দিকে বৈশাখ মাসে বাসন্তী পূজা আর শরৎ কালে হয় শারদীয়া বা আমরা যাকে দূর্গা পূজা বলে থাকি, বাঙালির প্রধান পূজা। 

Table of Contents

Durga Puja at home: কিভাবে করবেন

আমরা এরকম কিছু সহজ উপাচার উল্লেখ করবো যেগুলো অনশরণ করে পুজোর তিনদিন যে কেউ দূর্গা পূজা (Durga Puja) নিজেদের ঘরে অনায়াসে করতে পারবেন। Durga Puja -র খরচ ও থাকবে সাধ্যের মধ্যে, এই পূজার খরচ তিন থেকে চার হাজার টাকার মধ্যেই হয়ে যাবে।

Durga Puja at home
Source: Belur Math

ঘরে দূর্গা পূজা করতে কি কি লাগে?

Durga Puja at home -র উপকরণ:

  • ফুল (অপরাজিতা ফুল, লাল জবার মালা অবশ্যই দরকার), দুটো পানপাতা, লালফুল, সিস্ ডাব, পদ্ম ফুল, বেল পাতা, মাটির ঘট/ কলস, আম পল্লভ, বেলপাতার মালা( আপনি বেলপাতা কিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন ), দূর্বা।

  • দুটো পৈতে, পাঁচরকমের ফল, পাঁচরকমের মিষ্টি, দুটো চাঁদমালা, ছোট গামছা।

  • একটি পঞ্চপ্রদীপ, একটি মাটির প্রদীপ, একুশটি মাটির প্রদীপ অষ্টমী সন্ধি পুজোর জন্য, পঞ্চ শস্য, অতোব চাল, সুপোরী, গঙ্গামাটি অথবা ফুল গাছের তলার মাটি এবং গঙ্গাজল না থাকলে পরিষ্কার টেপের জল। ।

  • সিঁদুর, আলতা, শাঁখা- পোলা, শাড়ী, মালা, লবঙ্গ, এলাচি এবং লাক্সমির কড়ি।

Durga Puja at home -র প্রণালী

মহাপূজার তিনদিন একই পদ্ধতিতে পূজা শুরু করতে হবে।  আচমন পর্ব থেকে মা দুর্গার জপ মন্ত্র পাঠ পদ্ধতি একই থাকবে।  পুস্পঞ্জলি মন্ত্র পূজা বিশেষে আলাদা হবে। আরতি কিভাবে করতে হবে তা বিশদে পূজার সাধারণ নিয়ম পেইজেতে উল্লেখ করা হয়েছে।

মায়ের অভিষেক

ঘরে দূর্গা পূজার (Durga Puja) চার দিন মায়ের অভিষেক করতে হবে একই পদ্ধতিতে।

মায়ের অভিষেকের নিয়ম

একটা তাম্র পাত্রে গঙ্গাজল, গোলাপজল, আগ্রো, চন্দন, ফুল এবং অষ্টগন্ধা মিশিয়ে অভিষেকের জল তৈরী করতে হবে। তারপর মার অভিষেক করতে হবে। 

যদি মার ছবিতে অভিষেক করতে হয় তাহলে একটি পরিষ্কার সূতির কাপড় সেই জলে ভিজিয়ে, ভালো করে চিপে শুকনো করে মায়ের ছবিটি মুছে নিতে হবে।। 

মাটির মূর্তি হলে শঙ্খ দিয়ে করা যেতে পারে। শঙ্খ দিয়ে মায়ের মূর্তির সামনে আরতি করার মতো করে চক্রকারে করা যেতে পারে।

দূর্গা পূজার (Durga Puja) চার দিন এই একই উপচারে মার অভিষেক করতে হবে। অভিষেকের অর্থ হচ্ছে স্নান করানো।)

অভিষেকের পর:

মাকে সাঁজানো

সপ্তমী পূজোর দিন:

Durga Puja -র প্রথম দিন মাকে সাজাতে হবে নিম্নলিখিত ভাবে।

মাকে সিঁদুরের ফোঁটা দিতে হবে একই সঙ্গে যদি আপনার মূর্তিটি অথবা ছবিটিতে মাদুর্গা সপরিবারে থাকেন তাহলে সবাইকে লাল সিঁদুরের ফোঁটা দিতে হবে।  

মাকে মালা পড়ানো, স্বচন্দন বিল্লপত্র, একটি লাল ফুল মায়ের চরণে দিতে হবে। তারপর মাকে চাঁদমালা নিবেদন করতে হবে। মাকে আলতা, শাড়ী,  সিঁদুর এবং শাঁখা-পোলা নিবেদন করতে হবে 

অষ্টমী, নবমী এবং দশমী পূজোর দিন:

মাকে মালা পড়ানো, স্বচন্দন বিল্লপত্র মায়ের চরণে দিতে হবে। একটি লাল ফুল মায়ের চরণে দিতে হবে।

Durga Puja at home -র ঘট স্থাপন

তাম্র ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। একই ভাবে সিস্ ডাব অথবা নারিকেলের উপর স্বস্তিক অঙ্কন করতে হবে। আম পল্লভের প্রতিটি পাতায় সিঁদুর ফোঁটা দিতে হবে। 

গঙ্গা মাটির উপর অতোব চাল, পঞ্চশস্য দিয়ে ঘট বসাতে হবে। ঘটে গঙ্গা জল দিয়ে একটি সুপোরী, একটু অতোব চাল ঘটের  জলে দিতে হবে। তারপর ঘটের উপর আমি পল্লভ দিতে হবে। আম পল্লভের উপর সিস্ ডাব অথবা নারিকেল রাখতে হবে। সিস্ ডাবের উপর পৈতে, চাঁদমালা, ফুলের মালা এবং গামছা রাখতে হবে। 

একটি আলাদা পান পাতায় তিনটি সিঁদুর ফোঁটা যুক্ত সুপোরী সহ তিনটি সিঁদুর ফোঁটা যুক্ত হলুদের গাঁট, একটি হরিতকি ধুর্বা দিয়ে মায়ের সামনে রাখতে হবে।

ঘট স্থাপন

Durga Puja at home -র ঘট স্থাপন মন্ত্র

যদি মন্ত্র পাঠ কঠিন হয় তাহলে ঘট স্থাপন মন্ত্র ছাড়াও করা যেতে পারে।

ঘট স্থাপন করে, হাত করজোড় করে এই মন্ত্র বলতে হবে:-

ওঁ সর্বতীর্থোদভবং বারি সর্বদেবসমন্বিতম্।

ইমং ঘটং সমারুহ্য তিষ্ট দেবী গনৈ: সহ ।।

ঘট স্পর্শ করিয়া তিনবার এই মন্ত্র পাঠ করতে হবে :-

ওঁ স্থাত স্বীং স্থিরো ভব।

ওঁ তুর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ।।

নিজের সম্মুখে ভূমিতে বাঁদিকে ত্রিকোণ, তাহার বাইরে বৃত্ত ও তাহার বাহিরে চতুস্কোন মণ্ডল অঙ্কিত কবিয়া তদুপরি পুজা করে এই নিম্নলিখিত মন্ত্র বলতে হবে 

ওঁ এতে গন্ধপুষ্পে আধারশক্ত্যাদিভ্যো নমঃ।

‘ফট’ মন্ত্রে কোশা স্থাপন করে, ‘নমোঃ মন্ডে জলপূর্ণ করিয়া “ওঁ” মন্ত্রে কোশার অগ্রভাগে ফুল দিতে হবে।  ‘ওঁ’ মন্ত্রে দূর্বা, অক্ষত বিশ্বপত্র, চন্দন, পুষ্প ও তুলসী কোশার জলে নিক্ষেপ করবো, পরে জল স্পর্শ করে নিম্নলিখিত মন্ত্র বলতে হবে

“ওঁ সঙ্গে চ যমুনে চৈব গোদাবীর সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরি জলেইম্মিন সন্নিধিং কুরু।”

Durga Puja at home: পুষ্পশুদ্ধি

পূজার বেলপাতা, দূর্বা, নীল অপরাজিতা ফুল সবগুলোর উপর চন্দন ছিটিয়ে দিতে হবে। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র পড়ে।

Durga Puja at home: ফল নিবেদন

দূর্গা পূজার (Durga Puja) -র তিন দিন ফল নিবেদন করতে হবে।

মাকে গোটা ফল, মিষ্টি, নৈবদ্য( একটি পাত্রে পাঁচটি নারকেল নাড়ু, চাল-ডাল, বাতাসা সহ) মাকে নিবেদন করতে হবে।

fol nibedon

Durga Puja at home: দীপ-ধূপ জ্বালানো

দীপ ধূপ জ্বালিয়ে পূজো শুরু করতে হবে। মা দুর্গার ঘিয়ের প্রদীপ খুব পছন্দ। ঘি দিয়ে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। চেষ্টা করুন পুজোর তিন দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে। তিলের তেল প্রদীপ নিত্য পূজায় ব্যবহার করা যেতে পারে।

deep lighting

Durga Puja at home: সপ্তমী পূজো শুরুর পর্ব

কপাঁলে সিঁদুর ও চন্দনের তিলক দিতে হবে। তারপর হাতে গঙ্গা জল নিয়ে “ওঁ বিষ্ণু” তিন বার বলে নিজেকে শুদ্ধ করে নিতে হবে।

|| বিষ্ণু স্মরণ ||

হাতজোড় করে বিষ্ণু স্মরণ করে নিতে হবে।

|| সূর্যাঘ্য নিবেদন ||

কোশিতে জল, লাল ফুল, অতোব চাল, রক্ত চন্দন, তিল এবং দূর্বা নিয়ে হাতজোড় করে জপমন্ত্র করতে হবে।

|| সংকল্প করা ||

একটি কুশিতে দুর্বা, তিল, হরিতকি, গঙ্গাজল, লালফুল আতচাল নিয়ে করজোড় করে মন্ত্র জপ করতে হবে।

মন্ত্রঃ- “নমঃ বিষ্ণু তৎ সৎ (মাসের নাম, পক্ষের নাম, তিথির নাম, নিজের গোত্র, শ্রী নিজের নাম, ফল কামনা করে মনে) পূজনং ব্রতং অহং করিষ্যমি।।” – বলে তাম্রপাতে ঢেলে ঢেলে দিতে হবে।

সংকল্পের পর প্রণাম মন্ত্র:- “সংকল্পি তার্থা সিদ্ধাসন্ত”

|| নারায়ণাদির অর্চনা ||

প্রতিটি  মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে ঘটের উপর নিবেদন করতে হবে।

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ 

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরুবে নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ লাক্সমীদেবই নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ স্বরস্বত্যৈ নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ কার্তিকেয় নমঃ

এতে গন্ধপুষ্পে নমঃ সর্ব দেবদেবীভ্যনম নমঃ

|| গুরু প্রণাম ||

মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাতজোড় করে নিম্নলিখিত মন্ত্রে ঘটের উপর নিবেদন করতে হবে।

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্।

তৎপদাং  দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

|| ঘণ্টা পূজা ||

হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে পূজার ঘন্টার উপর ছিটিয়ে দিতে হবে।

ঘণ্টা পূজা মন্ত্র :– ওঁ এতে গন্ধপুষ্পে জয়ধ্বনি- মন্ত্র-মাতঃ স্বাহা।

|| গণেশ পূজা ||

গণেশ পুজো দিয়ে ঘরে দূর্গা পূজা শুরু করতে হবে। সবার আগে হাতে ফুল নিয়ে হাতজোড় করে গণেশ মন্ত্র পাঠ করতে হবে।

ganesh puja

|| মাদূর্গার জপমন্ত্র ||

“ওঁ হ্রীং চামুন্ডায়ৈ নমঃ” (তিনবার)

তারপর হাতে ফুল নিয়ে দেবীর নিন্মলিখিত ধ্যনমন্ত্রপথ করতে হবে।

ধ্যানমন্ত্র:ওঁ জটা জুট সমায়ুক্তাম অর্দ্ধেন্দুকৃত শেখরাম। 

লোচন এয় সংযুক্ত্যাং পুর্ণেন্দুসদৃ শাননাম।।

অতসী পুষ্প বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম। 

নবযৌবণ সম্পন্নাং  সর্বাভরণ ভূষিতাম্।।”

প্রণাম মন্ত্র:-

“ওঁ জয়ন্তি মঙ্গলা কালি ভদ্রকালী কপালিনী। 

দুর্গা শিবা ক্ষমাধাত্রি স্বাহা স্বধা নমোহস্ততে।।

ওঁ হ্রীং শ্রীং দুর্গায়ৈ নমঃ”

দেবীর মানস পূজা:- মনে মনে বলতে হবে,

“মা অষ্টশক্তি সহ এখানে এসে আমার পূজা গ্রহন করো, আমার কামনা, বাসনা, রিপু সমূহের ক্ষয় করে আমায় পবিত্র করো”

|| সপ্তমী পূজার পুষ্পাঞ্জলী ||

aroti purbo
Source: Belur Math

আরতি পর্ব শুরু করতে হবে:-

প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হবে, তারপর ফুল দিয়ে আরতি করতে করে ঘটে উপর দিয়ে দিতে হবে সেই ফুল, সর্বশেষে কর্পূর প্রদীপ দিয়ে পূজা করতে হবে। বিশদে আরতি পদ্ধতি  জানতে হলে পড়ুন।

আরতি পর্ব শেষ করে প্রণাম মন্ত্র পথ করে সপ্তমী পূজা শেষ করতে হবে। 

প্রণাম মন্ত্র:- “এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ”

Durga Puja at home: সপ্তমী পূজা সমাপ্ত

Durga Puja at home: অষ্টমী পূজো শুরুর পর্ব

অষ্টমী পূজার পুষ্পাঞ্জলী

ঘরোয়া দূর্গা মহাপূজা

(প্রথমবার হাতে পুষ্পে নিয়ে)

হাতে ফুল নিয়ে নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনী।  

আয়ুবারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্ততে।।

(দ্বিতীয়বার হাতে ফুল নিয়ে)

নমঃ সৃষ্টিস্তিতিবিনাশং শীক্তভূতে সনাতনি। 

গুনাশ্রয়ে গুনময়ে নারায়ণী নমোস্ততে।।

(তৃতীয়বার হাতে ফুল নিয়ে)

নমঃ শরণাগতদীর্নাত পরিত্রান পরায়ণে। 

সর্বস্যাতিহরে দেবী নারায়নি নমোস্ততে।।

(হাতজোড় করে প্রণাম মন্ত্র)

জয়ন্তি মঞ্চলাকালী ভদ্রকালী কপালিনী। 

দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্ততে।।

আরতি পর্ব শুরু করতে হবে:-

আরতি পূজা করার পদ্ধতি। 

আরতি পর্ব শেষ করে প্রণাম মন্ত্র পথ করে অষ্টমী পূজা শেষ করতে হবে। 

প্রণাম মন্ত্র:- এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ

সন্ধি পূজা :- সন্ধি পুজোর নির্দিষ্ট সময়ে মা দূর্গার সামনে একটি মাটির থালায় 21 -টি  মাটির প্রদীপ ঘি সহযোগে জ্বালাতে হবে। যদি সম্ভব হয় 108 প্রদীপ জ্বালানো যেতে পারে।

সন্ধি পুজো

Durga Puja at home: অষ্টমী পূজা সমাপ্ত

Durga Puja at home: নবমী পূজো শুরুর পর্ব

maa durga

নবমী পূজার পুষ্পাঞ্জলী

(প্রথমবার হাতে পুষ্পে নিয়ে)

কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে।

ধর্ম্মকামপ্রদে দেবি নারায়নি নমোস্ততে।।

(দ্বিতীয়বার হাতে ফুল নিয়ে)

লক্ষি লজ্জ্যে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে।

মহারাত্রি মহামায়ে নারায়নি নমোস্ততে।।

(তৃতীয়বার হাতে ফুল নিয়ে)

কলাকাষ্ঠাদিররূপেণ পরিণাম প্রদায়িনী। 

বিশ্বস্যোপরতো শক্তে নারায়নি নমোস্ততে।।

(হাতজোড় করে প্রণাম মন্ত্র)

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বি তে। 

ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দৌব নমোস্ততে।।

আরতি পর্ব শুরু করতে হবে:-

একই পদ্ধতি 

আরতি পর্ব শেষ করে প্রণাম মন্ত্র পথ করে নবমী পূজা শেষ করতে হবে। 

প্রণাম মন্ত্র:- “এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ”

Durga Puja at home: নবমী পূজা সমাপ্ত

Durga Puja at home: দশমী পূজা শুরুর পর্ব

দশমী পূজা
Belur Math Puja

বাকি তিনদিনের মতো একই পদ্ধতিতে পূজা শুরু করতে হবে। আচমন করে সূযার্ঘ্য দিয়ে সংকল্প করে নারায়াণদির অর্চনা, ঘন্টা পূজা গনেশ পূজা জপ মন্ত্র পাঠ করে নিতে হবে। তারপর দুর্গার ধ্যান মন্ত্র  পাঠ (শুধু দশমী পূজার দিন ) করতে হবে। সবশেষে দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র  দিয়ে পুষ্পাঞ্জলি পর্ব সমাপন করে আরতি শুরু করতে হবে।

আরতি পর্ব শুরু করতে হবে:-

একই পদ্ধতি 

আরতি পর্ব শেষ করে প্রণাম মন্ত্র পথ করে দশমী পূজা শেষ করতে হবে। 

প্রণাম মন্ত্র:- “এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ”

Durga Puja at home: ঘট বিসর্জন

ঘটের জল ফেলার আগে, সেই জল ঘরের সর্বত্র ছিটিয়ে দেবেন ইহা শান্তির জলের মতো কাজ করবে। নিজের মাথায় এবং ঘরের বাকি সদস্যদের মাথায় একটু ছিটিয়ে দেবেন। চরণামৃত এর মতো করে হাতে কিছটা জল গ্রহণ করবেন। 

শহর অঞ্চলে জলাশয় কিংবা পুকুর পাওয়া খুব চাপের। যদি বাড়ির কাছে পরিষ্কার জলাশয় না থাকে সেক্ষত্রে ঘটের জল ফুল গাছের নিচে অথবা বেসিনে ফেলে দিতে পারেন। একই রকমভাবে পূজার ফুল গুলিকে একটি প্যাকেটে ভরে কোথাও পরিষ্কার জাগায় বা যেখানে নিত্যদিনের বর্জ্য ফেলা হয় সেখানে ফেলে দিতে পারেন।

দূর্গা পূজা সমাপ্ত