আজ এই নিবন্ধে আমরা জানবো কিভাবে খুব সহজেই শিবরাত্রি পূজা ঘরে (MahaShibratri puja at home) করতে পারবো। মহাশিবরাত্রি পূজা, হিন্দু ধর্মের অন্যতম একটি প্রধান উৎসব। শিবরাত্রি, মহা শিবরাত্রি নামেও পরিচিত।
ভক্তরা বিশ্বাস করেন যে ভক্তি ও তপস্যার সাথে মহাশিবরাত্রি পূজা পালন করলে আধ্যাত্মিক আশীর্বাদ পাওয়া যায় এবং পাপ দূর হয়। অন্ধকারের উপর আলোর বিজয়ের প্রতীক এই মহাশিবরাত্রি।
হিন্দু মাসের ফাল্গুনে (সাধারণত ফেব্রুয়ারী বা মার্চ মাসে) অস্তমিত চাঁদের 14 তম দিনে উদযাপিত হয়। শিবরাত্রি (MahaShibratri puja at home) ভক্তদের জন্য মহান তাৎপর্য রাখে যারা রাতের বেলা উপবাস, প্রার্থনা এবং পূজায় নিযুক্ত হন।
MahaShibratri puja at home : পূজা পক্রিয়া
পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। আর পুজোর ফুল, বেলপাতা, মালা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পুরের গুঁড়ো আর সাদা চন্দন লাগিয়ে নিতে হবে। পুজোতে বসে প্রথমেই হাতে গঙ্গাজল নিয়ে আমি আচমণ করে নিতে হবে।
আচমন করে, পুষ্প ও জল শুদ্ধি করে নিতে হবে। যদি ঘরে গঙ্গা জল থাকে সেক্ষত্রে জল শুদ্ধি করার কোনো প্রয়োজন নাই। টেপের জল, জলাশয়ের জলকে সব সময় শুদ্ধ করে পূজায় ব্যাবহার করতে হবে।
একটা মাটির ঘিয়ের প্রদীপ সামান্য কর্পের গুঁড়ো দিয়ে জ্বালিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে প্রদীপটি যেন চতুর্দশী তিথি পর্যন্ত প্রজ্বলিত থাকে। ধূপকাঠি ধূপ ধরিয়ে নিতে হবে।
MahaShibratri puja at home : অভিষেক
মহাশিবরাত্রি পূজার চার প্রহরের পুজোর প্রথা আছে। প্রত্যেক প্রহরের পুজোর আগে ভিন্ন ভিন্ন দ্রব্য দিয়ে শিবঠাকুরের অভিষেক করে নিতে হয়। যেমন প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু। কিন্তু প্রতি প্রহরে এই ভাবে পূজা করা সবার পক্ষে সম্ভব না।
একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ (যদি আপনার নন্দী মহারাজ থাকে) এবং মহাদেবের ত্রিশূল রাখতে হবে। শিবলিঙ্গে জল ঢালার অনেক রকম প্রথা আছে। কিন্তু সবরকম নিয়ম অনুসরণ করা সম্ভবনা, তাই এখানে সহজ ও সরল উপায়ে শিবপূজার ব্যাখ্যা করা হয়েছে।
কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হবে। শ্বেতচন্দনের গুঁড়ো অথবা ভস্ম দিয়ে অভিষেক করা যেতে পারে। এই ভস্ম যেকোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে সহজেই। শিবঠাকুরের অভিষেকের সময় ঘণ্টা বাজানো খুব ভালো। তারপর দুধ দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং স্নানিয়ং দুগ্ধ ও হো ঈশানায় নমঃ।
এরপর পরিষ্কার জল দিয়ে, কর্পূরের গুঁড়ো মেশানো গঙ্গাজল দিয়ে শিবঠাকুরের অভিষেক করে নিতে হবে। মনে মনে ওঁম নমঃ শিবায়ঃ মন্ত্র বা শিবঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে।
দুধের পর টক দই দিয়ে শিবঠাকুরের অভিষেক করা যেতে পারে। দই দিয়ে অভিষেকের মন্ত্রটি হল ইদং স্নানিয়ং দোধি ও হোং অঘোরায় নমঃ।
টক দইয়ের পর ঘি দিয়ে অভিষেক করতে হবে। অভিষেকের মন্ত্রটি হল ইদং স্নানিয়ং ঘৃতং ও হোং বাম দেবায় নমঃ।
ঘি দিয়ে অভিষেক হয়ে যাবার পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, ধুয়ে নিতে হবে। সবশেষে পরিষ্কার সুতির কাপড় দিয়ে বাবাকে ভালো করে মুছে নিতে হবে।
MahaShibratri puja at home : নিবেদন পর্ব
শিবঠাকুর হচ্ছেন বৈষ্ণব প্রধান তাই শিবপূজায় শ্বেত চন্দন ব্যবহার করা হয়। শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে বাবা মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে।
ওঁম নমঃ শিবায়ঃ ইদং পুষ্পমাল্যং শিবায় নামঃ এই মন্ত্র পাঠে শ্বেতচন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা, এগারোটি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করতে হবে। এগারোটা বা আরো বেশি সংখ্যক বেলপাতাও নিবেদন করা যেতে পারে। বেলপাতা নিবেদনের মন্ত্রটি হল ওঁম নমঃ শিবায়ঃ ইদং সচন্দন বিলপত্রং শিবায় নামা ওঁম নমঃ শিবায়ঃ।
ইদং সচন্দন পুষ্পং শিবায় নামঃ এই মন্ত্র পাঠ করে শিবঠাকুরকে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিতে হবে। শিবঠাকুরকে ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল, কলকে ফুলগুলি বেশি করে নিবেদন করা যেতে পারে। এছাড়াও সাদা ফুল এবং হলুদ ফুলে নিবেদন করা যায়। শ্বেতপদ্ম এবং গোলাপ দিয়েও বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে।
শিবঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র
“ও নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্যপত্রাঞ্জলি, নমঃ শিবায় নমঃ।”
ও নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্যপত্রাঞ্জলি, নমঃ শিবায় নমঃ।
ও নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্য পত্রাঞ্জলি, নমঃ শিবায় নমঃ
ও নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্য পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ।
হাতজোড় করে এবার আমি শিবঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিতে হবে।
প্রণাম মন্ত্র: নমঃ শিবায় সায় কারোত্রয় হে তবে নিবেদায় চাত্বানং তং গতি পরমেশ্বর।
MahaShibratri puja at home : নৈবেদ্য, আরতি করা
পঞ্চ ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা যেতে পারে। যদি পাঁচরকম সম্ভব নাহয় সেক্ষেত্রে তিন রকমের দেওয়া যেতে পারে। ভোগ নিবেদনের পর আরতি শুরু করতে হবে। কিভাবে আরতি করতে হবে তা বিস্তারিতও ভাবে ব্যাখ্যা আছে আমাদের ঘরোয়া পূজার নিয়ম পেইজে।